Thank you for trying Sticky AMP!!

ভালো ভালো কাজের নেশা তাঁদের তাড়িয়ে বেড়ায়: শাকিব খান

শাকিব খান

তিন সপ্তাহের বেশি সময় ধরে দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘মনের মতো মানুষ পাইলাম না’। তবে আলোচনায় আসতে পারেনি ছবিটি। পরের ছবি ‘আগুন’-এর শুটিং করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নায়ক শাকিব খান। গতকাল রোববার সন্ধ্যায় কথা হয় তাঁর সঙ্গে।

শারীরিক অবস্থা কেমন?
খুব একটা ভালো নয়। ডাক্তারের কাছে যাচ্ছি। অসুস্থতার কারণে ছবির কাজও থেমে আছে।

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি সেভাবে আলোচনায় আসতে পারেনি। কেন এমন হলো?
ছবিটি আরেকটু যত্ন করে বানানো উচিত ছিল। বিশেষ করে গানের অংশটুকু খুবই দুর্বল ছিল। এশিয়ান সিনেমায় গান খুব গুরুত্বপূর্ণ। তবে ছবিটা ভালো। জাকির হোসেন রাজুর সঙ্গে আগে যেসব ছবি করেছি, সেগুলোর গান ছিল সুপারহিট। এই যেমন ‘কী যাদু করেছ বলো না’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’। বুঝলাম না, এই ছবিতে তাঁর কী হলো!

পরিচালক বা প্রযোজককে এ ব্যাপারে কিছু বলেননি?
অনেকবার বলেছি। প্রযোজকদেরও ছবির মান নিয়ে ভাবতে হবে। এখন তাঁরাও বুঝতে পারছে, আমি যা বলেছিলাম, সেটাই ঠিক। কোনো শিল্পীই চান না, তাঁর অভিনীত ছবি ফ্লপ হোক।

শতাধিক ছবিতে অভিনয় করেছেন আপনি। তৃপ্ত হয়েছেন কটিতে কাজ করে?
অস্কারজয়ী অভিনয়শিল্পীকেও বলতে দেখবেন, অভিনয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এই ক্ষুধা মেটে না। প্রতিবারই ভালো ভালো কাজের নেশা তাঁদের তাড়িয়ে বেড়ায়। এটা অতৃপ্তির জায়গা।

এমন একটি গল্পের কথা বলুন, যে গল্পের ছবিতে কাজ করার জন্য অপেক্ষা করে আছেন।
বেশ কয়েকটি ছবির শুটিংয়ের সময় চূড়ান্ত হয়ে আছে। এগুলোর মধ্যে একটির নাম প্রিয়তমা। এ ছবির গল্প আমাকে বিভোর করে রেখেছে। এটা আমার অসম্ভব স্বপ্নের একটা সিনেমা।

শেষ তিন প্রশ্ন
ধরুন, একাধিক নায়ক নিয়ে একটি ছবি তৈরি হবে। আপনি ছাড়া বাকিরা কারা হতে পারে?
আরিফিন শুভ, ইমন ও সিয়াম।

ত্রিভুজ প্রেমের ছবিতে আপনার দুই নায়িকা কে কে?
একেবারে নতুন দুজনকে নেব।

পরিচালক হিসেবে পেতে চান কাদের?
এফ আই মানিক, সোহানুর রহমান সোহান। আমজাদ হোসেনের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল।