Thank you for trying Sticky AMP!!

'দর্শককে ফাঁকি দেওয়ার সুযোগ নেই'

শাকিব খান

ঈদুল আজহায় দেশজুড়ে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। শাকিবের মতে, ‘ক্যাপ্টেন খান’ তাঁর অন্য সব দেশীয় ছবির দর্শক গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক এগিয়ে আছে। ঈদের ছবি ও পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন নিয়ে গতকাল শাকিব কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

ঈদের দিন কীভাবে কাটালেন?
কোরবানির মধ্য দিয়ে। ঈদের নামাজ পড়ে এসে বেশ কিছুক্ষণ কোরবানির গোশত ভাগাভাগির কাজে ছিলাম। দুপুরের পর আমার ঈদের ছবির খবরাখবর নিতে বেরিয়ে পড়ি।

ছবিটি দেখতে কোনো প্রেক্ষাগৃহে গিয়েছিলেন?
না, ছবিটি দেখতে কোনো প্রেক্ষাগৃহে যাওয়া হয়নি। হলে ছবি দেখতে গেলে নিরাপত্তার সমস্যা হয়। তবে প্রতি ঈদের মতো এবারও ঢাকা এবং ঢাকার আশপাশে বেশ কয়েকটি সিনেমা হল গোপনে ঘুরে এসেছি। সন্ধ্যার শোতে হলগুলোর সামনে ছবিটি দেখতে দর্শকদের ভিড় দেখে খুব ভালো লেগেছে।

‘ক্যাপ্টেন খান’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা একবাক্যেই ভালো বলছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ওয়েব পোর্টাল ক্যাপ্টেন খান-এর সফলতার কথা ধারাবাহিকভাবে তুলে ধরছে। দেশীয় প্রযোজনায় নির্মিত আমার আগের যেকোনো ছবির চেয়ে এই ছবির নির্মাণ, গল্প, অভিনয়-সবকিছুই দর্শক খুব পছন্দ করছেন।

আপনার অভিনীত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনা এবং কলকাতার একক ছবির কাজ দেখেই কি আপনাকে নিয়ে ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমা নির্মাণের চেষ্টা শুরু হয়েছে?
অবশ্যই। এর প্রমাণই তো ক্যাপ্টেন খান। এর আগে আমার যৌথ প্রযোজনার নবাব, কলকাতার চালবাজ কিংবা ভাইজান এলো রে ছবিগুলো দর্শককে ভিন্ন স্বাদ দিয়েছে। সেই সব দর্শক ধরে রাখতে হলে অবশ্যই এদেশীয় ছবিতেও সে রকম বাজেট, নির্মাণশৈলী থাকতে হবে। দর্শককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

প্রতি ঈদেই আপনার একাধিক ছবি মুক্তি পায়। এবার একটি মুক্তি পেয়েছে। কীভাবে দেখছেন?
তিন-চারটি না হোক, কমপক্ষে দুটি ছবি মুক্তি পেলে ভালো হতো। ঈদের সময় ছবির বাজার বাড়ে। প্রযোজকের টাকা ফেরত আসে। হলগুলোর ভালো ব্যবসা হয়।

শুটিং শেষ না হওয়ার কারণে ‘নোলক’ ঈদে মুক্তি পায়নি। শুটিং শেষ করবেন কবে?
আগামীকাল (আজ মঙ্গলবার) আবার শুটিং শুরু হবে। দুটি গান ও একটি দৃশ্যের কাজ বাকি আছে। আশা করছি, এই ধাপেই কাজ শেষ হয়ে যাবে।

নতুন ছবি ‘শাহেনশাহ’র খবর কী?
আগামী ২ সেপ্টেম্বর ছবিটির মহরত করার কথা আছে। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ। ৪ সেপ্টেম্বর থেকে শুটিং করার কথা ছিল। কিছু কারণে শুটিং কয়েক দিন পেছাতে পারে।

ছেলে জয়কে যে একটি উপদেশ ছোটবেলা থেকেই দিতে চান।
ভালো মানুষ হও।

আপনার নিজের সিনেমা ছাড়া এমন তিনটি ছবির নাম বলুন, সর্বশেষ যা দেখে মন ভালো হয়ে গেছে।
আয়নাবাজি, ঢাকা অ্যাটাক ও বিসর্জন।

এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হলে দেশের কোন সমস্যার সমাধান আগে করবেন?
প্রধানমন্ত্রী হতে চাই না। এটি খুবই একটি কঠিন কাজ।