Thank you for trying Sticky AMP!!

'শিরোনামহীন' জ্যাকেটটা গা থেকে খুলে যাক

তানযীর তুহিন। ছবি: সাইফুল ইসলাম
>

‘বাস্তব’ নামে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড আভাস। ব্যান্ডের তৃতীয় গান এটি। নতুন গান, স্টেজ শো, ব্যান্ড নিয়ে কথা হলো দলের অন্যতম সদস্য তানযীর তুহিন-এর সঙ্গে।

‘বাস্তব’ গানের সাড়া কেমন?
গানটি প্রকাশিত হয়েছে মাত্র কয়েক দিন। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।

পূর্ণাঙ্গ অ্যালবামের কোনো ভাবনা আছে?
অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। দশটি গান থাকবে। গানগুলো ভিডিও আকারে ছাড়ব। অ্যালবামটি ব্যতিক্রমী হবে। ৎ

ব্যতিক্রমের ব্যাপারটি কী?
প্রথম অ্যালবামের নাম মানুষের আভাস। কারণ এই অ্যালবামের গানের কথা আমরা সংগ্রহ করব, ‘মানুষের লেখা গান, গাইবে আভাস’—এমন একটি ক্যাম্পেইনের মাধ্যমে। পয়লা মার্চ থেকে গান আহ্বান করব। এরপর বাছাই করে ১০টি গান চূড়ান্ত করব।

গানের কথাগুলো কি আপনারাই বাছাই করবেন?
গানের কথা বাছাইয়ের জন্য প্রিন্স মাহমুদ ভাইকে রাজি করিয়েছি। এই আয়োজনে আরও থাকবেন তানভীর আলম সজীব।

এমন আয়োজনের কারণ কী?
কয়েক বছর ধরে ফেসবুক ইনবক্সে অনেকের লেখা গান পেয়েছি। সংখ্যাটা দুই শতাধিক হবে। অনেকে বলেছেন, আমরা তাঁদের লেখা গানগুলো গাইব কি না। আভাস ব্যান্ডের গান তৈরির সময় ভাবলাম, আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে সবার কাছ থেকে গীতিকবিতা আহ্বান করতে পারি। দেশে অনেক মেধাবী লেখক আছেন, তারা হয়তো সুযোগের অভাবে নিজেদের এক্সপ্লোর করতে পারেন না। তা ছাড়া আমাদের সংগীতজগতে ভালো গীতিকবিতার অভাব আছে। অনেকে হয়তো ভালো লেখেন, কিন্তু নিজের কথা বলতে সংকোচ আছে। তাঁদের জন্য এমন আয়োজন।

শিরোনামহীন থেকে এসে আভাস গড়ে কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন?
অবশ্যই চ্যালেঞ্জ ছিল। সেটা মোকাবিলা করার মানসিকতাও ছিল। শিরোনামহীনে আমার ২০ বছরের একটা জার্নি ছিল। সবাই একসঙ্গে কাজ করতে করতে পরিণত হয়েছি। ওদের ম্যাচিউরড ব্যাপারটা মিস করছি। তবে নতুন সংসার গুছিয়ে নিতে হয়তো কয়েক বছর সময় লেগে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি চাই, শিরোনামহীনের জ্যাকেটটা গা থেকে খুলে যাক। আভাসের তুহিন নামেই যেন সবার মনে জায়গা করতে পারি। ভালো গান আভাস শ্রোতাদের দিতে চাই।

গানগুলো কবে আসছে?
এপ্রিল মাসে গান বাছাই শেষ করব। এরপর টানা আট মাস গানগুলো নিয়ে কাজ করব। বছর শেষে অ্যালবাম আকারে ছাড়ব।

শিরোনামহীনের গান গাওয়া নিয়ে জটিলতা ছিল. . .
ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ফারহান, তুষার আর আমার লেখা ও সুর করা গানগুলো আমরা গাইব।