Thank you for trying Sticky AMP!!

করোনা নিয়ে অস্কারজয়ী পরিচালকের চলচ্চিত্র

অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও শিক্ষক স্পাইক লি। ছবি: সংগৃহীত

ফাঁকা শহর, ফাঁকা ওয়াল স্ট্রিট, ফাঁকা পার্ক, ফাঁকা রাস্তা। ফাঁকা সাবওয়ে, থিয়েটার, ইয়াংকি স্টেডিয়াম আর ওয়াল স্ট্রিট। ঠায় দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ স্ট্যাচু অব লিবার্টি। জাতিসংঘের সদর দপ্তরের সামনেও কেউ নেই। পার্কে একাকী দোল খাচ্ছে একটা দোলনা। একাকী দাঁড়িয়ে থাকা ব্রুকলিন ব্রিজেও কেউ ঘুরতে যায়নি। এরই মধ্যে বেজে চলেছে ফ্রাঙ্ক সিনাত্রার নিউইয়র্ক, নিউইয়র্ক গানটি, ‘স্টার্ট স্প্রেডিং দ্য নিউজ, আম লিভিং টুডে, আই ওয়ান্ট টু বি আ পার্ট অব ইট, নিউইয়র্ক, নিউইয়র্ক।’

অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও শিক্ষক স্পাইক লি। লকডাউনে তিনি করোনায় অসহায় হয়ে পড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওপর বানিয়েছেন সাড়ে তিন মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের ইনস্টাগ্রাম থেকে এই সিনেমাটি শেয়ার করে লি ক্যাপশনে লিখেছেন, ‘এই সিনেমাটি এই দুঃসময়ে আমার শহরকে উদ্দেশ্য করে লেখা আমার উড়োচিঠি।’

এই ছবি নিয়ে সিএনএনকে লি বলেন, ‘এই শহর ফাঁকা! দেখেই হৃদয় মোচড় দিয়ে ওঠে। কিন্তু সিনেমার শেষে আমরা নিউইয়র্কের মানুষদের দেখতে পাই। যারা সত্যিকারের যোদ্ধা। আর আমি আমার শহরকে সত্যিই খুব ভালোবাসি।’
ছবির শেষে দেখা যায়, কিছু মানুষ বাড়ির বারান্দা আর ছাদ থেকে গান গাচ্ছে, হাততালি দিচ্ছে। দুঃসময়ে দূরে থেকে একে অন্যকে শক্তি দিচ্ছে, সাহস জোগাচ্ছে। নিরলস সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই ছবির মাধ্যমে এই সময়েও করোনা আর মানুষের মধ্যে দেয়াল তুলে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া মানুষদের ধন্যবাদও জানানো হয়েছে।
২০১৯ সালে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির জন্য সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে প্রথমবারের মতো অস্কার পেয়েছেন নির্মাতা স্পাইক লি। তবে পুরস্কারের চেয়ে তাঁর পুরস্কারপ্রাপ্তির বক্তব্যটি বেশি সাড়া ফেলেছে। কারণ সেই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের তখন আসন্ন নির্বাচনকে টেনে আনেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে এই নির্মাতা মার্কিন নাগরিকদের ২০২০ সালের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।