Thank you for trying Sticky AMP!!

ঘটনাটি ছিল লজ্জাজনক: ড্যানি বয়েল

ড্যানি বয়েল

‘জেমস বন্ড’ সিরিজের পরবর্তী ছবি ‘বন্ড ২৫’ পরিচালনা করার কথা ছিল হলিউড নির্মাতা ড্যানি বয়েলের। বিখ্যাত চলচ্চিত্র সিরিজটি থেকে নিজের বিদায়ের ঘটনাকে বিরাট লজ্জার বলে মনে করছেন ড্যানি। গত বছরের আগস্টে প্রযোজকদের সঙ্গে মতবিরোধের কারণে তিনি চিত্রনাট্যকার জন হজের সঙ্গে বন্ড ২৫ ছবি থেকে বেরিয়ে আসেন। অথচ সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই শুটিং শুরু হওয়ার কথা ছিল।

ডেনিয়েল ক্রেইগ

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানি বয়েল বলেন, ‘চিত্রনাট্যকারের সঙ্গে আমি কাজ করছিলাম। প্রকল্প থেকে সরে আসার কোনো প্রস্তুতিই আমার ছিল না। কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে তারা (প্রযোজক) চায়নি। জন হজ আর আমি যা করছিলাম, আমার এখনো মনে হয় ভালো কিছু হচ্ছিল। কিন্তু তখনো সেটা চূড়ান্ত কিছু ছিল না। চিত্রনাট্যকারের সঙ্গে কাজে আপনাকে প্রক্রিয়াটার ওপর বিশ্বাস রাখতে হয়।’ কিন্তু প্রযোজকদের সঙ্গে সেই বনিবনাটাই হচ্ছিল না ড্যানি ও জনের।

তবে ঝামেলাটা ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে কিছুই বলেননি ড্যানি বয়েল। বন্ড ২৫ মুক্তির আগে সেটা বলা নাকি ঠিক হবে না। ড্যানি বলেন, ‘আমি জানি না কেরি (নতুন পরিচালক কেরি জোজি ফুকুনাগাকি) কী করতে যাচ্ছে। তার কাছ থেকে একটি সুন্দর বার্তা পেয়েছি এবং আমি তাকে শুভকামনাও জানিয়েছি...পুরো ঘটনা আসলে একটা বিরাট লজ্জার।’

নতুন ছবিটিতেও ‘জিরো জিরো সেভেন’ চরিত্রে অভিনয় করছেন ডেনিয়েল ক্রেগ। আরও আছেন রালফ ফিনস, নাওমি হ্যারিস ও বেন হুইশো। সূত্র: মিড ডে