Thank you for trying Sticky AMP!!

টম হ্যাংকস পাচ্ছেন বিরল সম্মান

টম হ্যাংকস। ছবি: এএফপি

আগামী বছরের ৫ জানুয়ারি হলিউডের বসছে জমকালো পুরস্কার অনুষ্ঠান গোল্ডেন গ্লোব। আসরের সম্মানজনক স্বীকৃতি আজীবন সম্মাননা ‘সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে ফরেস্ট গাম্প ওরফে টম হ্যাংকসকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লরেঞ্জো সোরিয়া গত বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করেন। লরেঞ্জো বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে টম আমাদের মুগ্ধ করে রেখেছেন। পাশাপাশি প্রযোজক, লেখক ও পরিচালক হিসেবেও তিনি অনবদ্য।’

টম হ্যাংকস ১৯৯৪ ও ১৯৯৫ সালে ফিলাডেলফিয়া ও ফরেস্ট গাম্প ছবির জন্য জিতেছেন অস্কার ও গোল্ডেন গ্লোব। তাঁর সেরা কাজ স্লিপলেস ইন সিয়াটল, সেভিং প্রাইভেট রায়ান, টার্মিনাল আর টয় স্টোরি সিনেমাগুলো। ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখন আলোচিত নতুন ছবি আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড দিয়ে। বিবিসি