Thank you for trying Sticky AMP!!

৪৫ বছর বয়সেই থেমে গেল ‘২৪’, ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ অভিনেত্রীর পথচলা

অ্যানি ওয়ারশকিং

টিভি সিরিজ ‘২৪’-এ অভিনয়ে করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। পরে দেখা যায়, ‘রানওয়েজ’, ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর মতো জনপ্রিয় সিরিজে। এক দশক আগে ভিডিও গেমস ‘দ্য লাস্ট অব আস’-এর টেস চরিত্রে কণ্ঠ দিয়েও ব্যাপক পরিচিতি পান। সেই অভিনেত্রী অ্যানি ওয়ারশকিং মারা গেছেন। গতকাল লস অ্যাঞ্জেলেসে অভিনেত্রীর মৃত্যু হয়। খবর ডেডলাইন

Also Read: কারও কেউ নইকো আমি...মারা গেছেন সেই অভিনেতা

৪৫ বছর বছর বয়সী অভিনেত্রী তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন, তবে রোগ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তাঁর মৃত্যুর পর ‘দ্য লাস্ট অব আস’-এর নির্মাতা নেইল ডাকারম্যান টুইট করেছেন ‘আমরা দারুণ এক শিল্পী ও মানুষকে হারালাম। আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে।’

অ্যানির সঙ্গে ‘টাইমলেস’ সিরিজে অভিনয় করা অ্যাবিগেইল স্পেনসার লিখেছেন, ‘আমরা সবাইকে তোমাকে ভালোবাসি, তোমাকে খুব মিস করব অ্যানি।’
১৯৭৭ সালে মিজৌরিতে জন্ম নেওয়া অ্যানি ওয়ারশকিংয়ের অভিনয়ে অভিষেক ২০০২ সালে, ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’-এ ছোট্ট একটি চরিত্র দিয়ে।

বিশ্বজুড়ে সাড়া জাগানো সিরিজ ‘২৪’-এ এফবিআই এজেন্ট রেনি ওয়াকারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। অ্যানি ছিলেন মূলত টিভি অভিনেত্রী, দুই দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় ৪০টি সিরিজে।
২০০৯ সালে অভিনেতা, কমেডিয়ান স্টিফেন ফুলকে বিয়ে করেন অ্যানি। তাঁদের তিন সন্তান আছে।

অ্যানি ওয়ারশকিং

২০২০ সালে অ্যানির ক্যানসার ধরা পড়ে, কিন্তু খবরটি তখন প্রকাশ করেননি অভিনেত্রী। অসুস্থতা নিয়েই শুটিং করে গেছেন। কিছুদিন আগে তাঁর চিকিৎসা তহবিলে সাহায্যের আবেদন করা হয়, সাড়াও পড়েছিল। কিন্তু অ্যানি আর সুস্থ হলেন না, পাড়ি দিলেন না ফেরার দেশে।

Also Read: মারা গেছেন বলিউড অভিনেতা বিক্রম, বন্ধুহারা হলেন অমিতাভ