Thank you for trying Sticky AMP!!

অতনু তিয়াসের নতুন গান

অতনু তিয়াস। ছবি: সংগৃহীত

‘না থাক হাতে মোহন বাঁশি না থাক নিধুবন/ মনে আছে মনের মতোন একটা বৃন্দাবন।’ অতনু তিয়াসের গানের বাণী এটি, যা নাগরিক মানুষ মাত্রেরই বাস্তবতা বলা যায়। কবি ও শিল্পী অতনু তিয়াসের নতুন এ গান প্রকাশিত হয়েছে সম্প্রতি।

নতুন বছরে ইউটিউবে প্রকাশিত হওয়া নতুন গানটির শিরোনাম ‘কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়’। মূলত কাব্যনির্ভর গানই এ শিল্পীর স্বাতন্ত্র্য। নতুন গানটিতেও সেই ছাপ রয়েছে।

অতনু তিয়াস জানান, গানটি ২০০০ সালের দিকে লেখা। সে হিসেবে দু দশক পর গানটি শ্রোতাদের কাছে পৌঁছানো গেল। নতুন বছর সবার প্রেমময় কাটুক এমন প্রত্যাশাতেই এটি বছরের শুরুতে প্রকাশ করা হয়েছে।

সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটির চিত্রায়ণ করেছেন আরাফাত সেতু। আর এ গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন মাসুদা ফেরদৌস ও শিশির রোয়েদাদ। নৃত্য নির্দেশনায় ছিলেন আফসানা মিমি। চিত্রগ্রহণে এস কে জুয়েল এবং সম্পাদনা ও রং বিন্যাসে এম লতিফ। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’ নিবেদিত গানটি অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।