Thank you for trying Sticky AMP!!

আজ থেকে ইউটিউব শো 'ওরিপ্লাস্ট অরিজিনালস'

অনুপম রায় বলেছেন, এমন অনেক গান আছে, যা তৈরি হয়ে পড়ে থাকে প্ল্যাটফর্মের অভাবে।

ইউটিউবে এসভিএফ মিউজিক চ্যানেলে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলা গান নিয়ে নিরীক্ষামূলক সিরিজ ‘ওরিপ্লাস্ট অরিজিনালস’। আজ অবমুক্ত করা হচ্ছে পাপন ও শলমালীর গান ‘আজও চলছে’। এই আয়োজনে প্রথম সিজনে থাকছে সোনা মহাপাত্র ও সাহিল সোলাঙ্কির ‘মনকে বোঝাই’ (২৩ জুলাই), দেব নেগি ও অনুশ্রী গুপ্তার ‘জোরাজুরি’ (২৬ জুলাই), শান ও অর্কর ‘বাউন্ডুলে’ (৩০ জুলাই), ভূমি ত্রিবেদী ও লক্ষ্মণ দাস বাউলের ‘নদী ভরা ঢেউ’ (২ আগস্ট), নিকিতা গান্ধী ও জাভেদ আলীর ‘এই সময়’ (৬ আগস্ট), আকৃতি কাক্কর ও দিকশু শর্মার ‘রঙ্গিলা রে মন’ (৯ আগস্ট), অ্যাশ কিংয়ের ‘আমি শুধু তোমার’ (১১ আগস্ট), আকৃতি কাক্কর ও অর্কর ‘বলা যায় না’ (১৩ আগস্ট), অনুপম রায়ের ‘আগমনীর গান’ (১৫ আগস্ট)।

‘ওরিপ্লাস্ট অরিজিনালস’ শো তৈরি করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। প্রতিষ্ঠানটির পরিচালক মহেন্দ্র সোনি বলেছেন, ‘আঞ্চলিক গানকে সমৃদ্ধ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা মনে করি, বাংলা গানের ক্ষেত্রে এর চেয়ে বড় কোলাবোরেশন ভারতে এর আগে হয়নি। যাঁরা গান ভালোবেসে গান এবং শোনেন, আমাদের এই উদ্যোগ তাঁদের জন্য।’ আর ওরিপ্লাস্ট লিমিটেডের নির্বাহী পরিচালক হর্ষ আগরওয়াল বললেন, ‘এ ধরনের অভিনব ভাবনা সামনে নিয়ে আসার জন্য এসভিএফকে অভিনন্দন। তাদের পাশে নিয়ে বিশ্বের সামনে বাংলা গানকে নতুনভাবে তুলে ধরতে আমরাও এগিয়ে এসেছি।’

‘ওরিপ্লাস্ট অরিজিনালস’ ইউটিউব শোতে আজ থেকে দেখা যাবে পাপন ও শলমালীর গান

কোনো মঞ্চ নয়, এই ইউটিউব শোর জন্য মুম্বাইর স্টুডিওতে তৈরি করা হয়েছে আলাদা সেট। এখানে বাংলা গানকে নতুনভাবে তুলে ধরা হবে। মুম্বাইর কিছু নামী মিউজিশিয়ান ও টেকনিশিয়ান যুক্ত হয়েছেন ‘ওরিপ্লাস্ট অরিজিনালস’-এ।

সম্প্রতি এনডি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম রায় বলেন, ‘এমন অনেক গান আছে, যা তৈরি হয়ে পড়ে থাকে প্ল্যাটফর্মের অভাবে। এমন অনেক গান ইচ্ছে থাকলেও বানানো হয় না একই কারণে। সুরকার-গীতিকার-শিল্পীর এই অনুযোগ আরও অনেক প্রথম সারির শিল্পীরই। আশা করছি সেই অভাব এবার মিটতে চলেছে।’

ইউটিউব শো ‘ওরিপ্লাস্ট অরিজিনালস’ নিয়ে মহেন্দ্র সোনি আরও বলেছেন, ‘আশা করছি আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজনের দ্বিতীয় সিজন নিয়ে আমরা আসব।’