Thank you for trying Sticky AMP!!

আমি খুব লাকি: তাহসান

‘আনমনে’ শিরোনামে গানের ভিডিওর প্রকাশ উপলক্ষে কেক কেটেছেন তাহসান। ছবি: প্রথম আলো

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মালার গাওয়া গানের মিউজিক ভিডিও এসেছে ইউটিউব চ্যানেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল অবমুক্ত করা হয় ‘আনমনে’ শিরোনামে গানের ভিডিওটি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন মালা নিজেই। সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে তাহসান খান বলেন, ‘আমি খুব লাকি। কারণ, আমরা যে যুগে গান গাওয়া শুরু করি, তখন পত্রিকায় গানের বিশ্লেষণ হতো। কিন্তু এখন আর পত্রিকায় গানের বিশ্লেষণ হয় না। এখন পত্রিকায় মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, সেটা উপস্থাপন হয়। আগে একটা সময় ছিল, যখন অ্যালবাম নিয়ে কথা হতো। বলা হতো, এই অ্যালবামের এ চারটি গানের কথা একই রকমের গভীরতা আছে। এ তিনটি গানের সুর কীভাবে হৃদয় ছুঁয়ে যায়। এই গানের শেষে যে টানটা দিয়েছে, সেটা কী দারুণ! কী দারুণ সুর। এ রকম লেখা আমরা প্রতিনিয়তই পড়তাম। কিন্তু এখন আর তেমন লেখা পড়ি না। এর কারণ, গানকে আমরা সেলিব্রেট কম করি।’

নতুন গানের প্রচার নিয়ে তাহসান বলেন, ‘গানের প্রচারের জন্য এ রকম অনুষ্ঠান আর হয় না। আর তাই হয়তো আমরা গানের প্রচারও ঠিকমতো করি না।’

মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠানে ওমর সানি, নিঝুম রুবিনা, ইমন, মৌসুমী। ছবি: প্রথম আলো

তাহসান বলেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই। সেটা হলো গত এক বছরে আমাকে নিয়ে অন্য যত নিউজ হয়েছে, তার খুব কম নিউজ হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের।’

‘আনমনে’ গান সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন, তাতে দেখতে পাবেন কোনো গল্প থাকে না। শুধু অনুভূতি থাকে, রং থাকে, আবেগ থাকে। আমাদের এ গানটি ঠিক তেমন কিছু হয়েছে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের কর্ণধার শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। শাকিব খানকে নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণ করেছি। আরও করব। এখন প্রোডাকশন হাউসের অনলাইন যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলে দেখা যাবে।’

তার আগে কেক কেটে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর, ইমন, তাসকিন রহমান, বিপাশা কবির, নিঝুম রুবিনা, তানিম রহমান অংশু এবং গানটির মডেল সাইফ ও রিয়া।