Thank you for trying Sticky AMP!!

গানবাজ-এ আজ গাইবেন মিনার

মিনার রহমান

‘মঞ্চের পাশাপাশি এখন বিভিন্ন স্টুডিওতে সরাসরি গানের আসর হয়। এ রকম দু-একটি অনুষ্ঠানে আমার অংশ নেওয়া হয়েছে। আজ গাইব প্রথম আলো অনলাইনের “গানবাজ” অনুষ্ঠানে। এবারও নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা হবে।’ বললেন এ প্রজন্মের গীতিকার ও গায়ক মিনার রহমান।

তরুণ প্রজন্মের প্রিয় মুখ মিনারের প্রথম অ্যালবাম ‘ডানপিটে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। গাওয়ার পাশাপাশি প্রথম অ্যালবামের সব কটি গানের কথা ও সুর তিনি নিজেই করেন। প্রথম অ্যালবামের কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়। এর মধ্যে ‘সাদা’ শিরোনামের গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রথম আলো অনলাইন সম্প্রতি গান নিয়ে ‘গানবাজ’ অনুষ্ঠান শুরু করেছে। আনপ্লাগড এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে এবিসি রেডিও। আজ বৃহস্পতিবার ‘গানবাজ’ অনুষ্ঠানে গান করবেন মিনার রহমান। সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। অনুষ্ঠানটি এবিসি রেডিওতে কাল শুক্রবার বিকেল চারটায় আবার প্রচার করা হবে। তবে পরে অনুষ্ঠানটি যে কেউ নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে।

আজকের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়ে মিনার বললেন, ‘দর্শকেরা প্রায়ই যেসব গান শুনতে চায়, তেমনই কিছু গান গাইব। শ্রোতাদের জন্য এই আয়োজন, এ বিষয়টি মাথায় রেখেই গান করার প্রস্তুতি নিয়েছি। যেহেতু সরাসরি অনুষ্ঠান তাই অনেক অনুরোধও থাকবে। এ ধরনের অনুষ্ঠানে শ্রোতাদের সরাসরি অংশগ্রহণ থাকে, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানা যায়। আশা করছি, দারুণ একটা অনুষ্ঠান হবে।’

শুরুর দিকে শুধু গান নয়, কার্টুনও আঁকেন মিনার। বাসায় বড়রা ছবি আঁকার চর্চা করতেন, তাই আগ্রহটা জন্মে। মিনার বললেন, ‘ছোট থেকে আমি প্রচুর কমিক বই পড়তাম। আমার কাজে টিনটিন বিশাল অনুপ্রেরণা। এ ছাড়া “অ্যাস্টেরিক্স”, “নন্টে ফন্টে”, “ব্যাটম্যান”, “ফ্যান্টম”, “হি-ম্যান” কমিকসগুলো একনিশ্বাসে পড়ে ফেলতাম। এভাবেই কখন যেন কার্টুনের দিকে ঝুঁকে পড়ি।’

কার্টুনিস্ট হিসেবে মিনার ২০০৭ সাল থেকে কাজ করছেন উন্মাদ ম্যাগাজিনে। প্রথম আলোর ক্রোড়পত্র ‘রস+আলো’তেও কাজ করেছেন। ২০১৩ সালের বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রথম বই প্রকাশ করেন মিনার। নাম ‘গাবলু’। মিনার বলেন, ‘ওটা ছিল কমিকস। গাবলু চরিত্র নিয়ে আরও কমিকস বের করব। অনেকগুলো গল্প তৈরি করেছি।’

‘গানবাজ’ অনুষ্ঠানে জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীরা তাঁদের কাজ ও নিরীক্ষা সবার সামনে তুলে ধরবেন। আবার নতুনরাও তাঁদের সর্বশেষ কাজ নিয়ে আসবেন এখানে। নতুন আর পুরোনোর মেলবন্ধন হবে এই অনুষ্ঠান। এখানে শিল্পীরা সম্পূর্ণ অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র নিয়ে গান করবেন। গানের পাশাপাশি ‘গানবাজ’ অনুষ্ঠানে শ্রোতারা তাঁর জীবনের নানা গল্পও জানতে পারবেন।