Thank you for trying Sticky AMP!!

গ্র্যামি বর্জন করলেন খ্যাপা আরিয়ানা

আরিয়ানা গ্র্যান্দে

কে কার কথামতো চলবেন? শিল্পীর কথা মেনে চলবেন প্রযোজক, নাকি প্রযোজক যা বলবেন তা-ই করবেন শিল্পী? এ রকম এক মতবিরোধের জের ধরে গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান বর্জন করলেন আলোচিত মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্দে। এ বছর দুটো মনোনয়নসহ ৬১তম গ্র্যামি অনুষ্ঠানে গান করার কথা ছিল তাঁর। এ বছর তিনি ওই অনুষ্ঠানেই যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন মারফত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লোকেরা জেনেছিলেন, গ্র্যামির এবারের আয়োজনে মঞ্চে গান করবেন এখনকার জনপ্রিয় তরুণ গায়িকা আরিয়ানা। কিন্তু গ্র্যামির মঞ্চে এবার আর গাওয়া হচ্ছে না তাঁর। আসছে রোববার বসতে যাচ্ছে সংগীত ভুবনের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ড। সম্প্রতি শিল্পীর তালিকা থেকে কাটা গেছে আরিয়ানা গ্র্যান্দের নাম। জানা গেছে প্রযোজকদের সঙ্গে মতবিরোধের জের ধরেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

মঞ্চে গান করছেন আরিয়ানা গ্রান্দে

এক সূত্র জানিয়েছে, গ্র্যামি মঞ্চে আরিয়ানা তাঁর সাম্প্রতিক একক ‘সেভেন রিংস’ গানটি করতে চেয়েছিলেন। আজ শুক্রবার মুক্তি পাওয়া আরিয়ানার নতুন অ্যালবাম ‘থ্যাংক ইউ, নেক্সট’-এ ছিল এই গান। ফলে অ্যালবাম প্রকাশের দুদিন পরের বড় একটি অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গানটি করার আবদার করেছিলেন আরিয়ানা। আলোচনার পর ঠিক হয় ‘সেভেন রিংস’ গানটি একটি মিডলির অংশ হিসেবে গাওয়া যাবে, তবে মিডলির পরের গান প্রযোজকেরা ঠিক করে দেবেন। ওই সূত্র জানায়, এ ধরনের বাধ্যবাধকতা অন্য কোনো শিল্পীর ওপর চাপানো হয়নি। সে জন্যই খেপেছেন গায়িকা।

গ্র্যামির প্রযোজক কেন এরলিচ বলেছেন, আরিয়ানার সঙ্গে তাঁদের একাধিকবার আলোচনা হয়েছে। গান করার কথা তাঁকে জানানোও হয়েছিল। কিন্তু শিল্পী জানিয়েছেন, জানাতে দেরি হয়ে গেছে। এখন আর গান করবেন না তিনি। গতকাল এরলিচ সংবাদমাধ্যম এপিকে বলেছেন, ‘দুটো মনোনয়ন পেয়েছেন বলেই তিনি এই অনুষ্ঠানে গাইবেন না। মাসখানেক আগে তাঁর সঙ্গে মঞ্চে গান করার বিষয়ে কথা হয়েছিল। আমরা নাকি তাঁকে জানাতে দেরি করে ফেলেছি। আমরা তো চাই তাঁর মতো একজন শিল্পী আমাদের মঞ্চে গান করুক।’

এরলিচের এই দাবি নাকচ করে দিয়ে আরিয়ানা বলেন, ‘আমি মুখ বন্ধ রেখেছিলাম। এখন না বলে পারছি না যে আপনারা আমাকে নিয়ে মিথ্যে বলছেন। আমার জন্য যে কোনো মুহূর্তে গান করতে ওঠা কোনো ব্যাপারই না, সেটা আপনারাও জানেন। যেখানে আমার সৃজনশীলতা ও নিজস্বতাকে দমন করা হয়, সেখানে আমি কেন যাব? আশা করি আপনারা যেমন চেয়েছেন অনুষ্ঠানটি সে রকমই হোক।’

আরিয়ানা গ্রান্দে

আরিয়ানা গ্র্যান্দে এই সময়ের আলোচিত ও জনপ্রিয় একজন গায়িকা। এ বছর গ্র্যামির প্রচারণার জন্য তাঁর নাম ও ছবি ব্যবহার করা হয়েছিল। ২০১৮ সালে প্রকাশিত তাঁর অ্যালবাম ‘সুইটেনার’-এর জন্য এ বছর গ্র্যামিতে সেরা পপ ভোকাল ও তাঁর অ্যালবাম সেরা পপ ভোকাল অ্যালবামের মনোনয়ন পেয়েছিল। কিন্তু এমন অপমানজনক আচরণ করায় তিনি অনুষ্ঠানেই যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

দুই বছর আগে আরিয়ানার জীবনে ঘটে যায় মারাত্মক দুটি ঘটনা। ২০১৭ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এলাকায় তাঁর কনসার্টের বাইরে বোমা হামলায় প্রায় ২২ জন লোক মারা যায়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে অতিরিক্ত মাদক সেবন করে মারা যান গ্র্যান্দের সাবেক প্রেমিক ম্যাক-মিলার। ঘটনার দুই সপ্তাহ পরও তিনি বড় বড় কনসার্টে অংশ নিয়েছিলেন। সম্প্রতি তাঁর নতুন অ্যালবামের একক একটি গান ‘সেভেন রিংস’ প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে যায়। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় দেড় কোটিবার শোনা হয় সেই গান। সূত্র: ভ্যারাইটি, বিলবোর্ড ও স্পিন