Thank you for trying Sticky AMP!!

টেলরের রেকর্ড ভাঙলেন সাত 'ছোকরা'

‘আইডল’ গানের ভিডিওতে বিটিএসের সদস্যরা

কোরিয়ার পপ ঘরানার ব্যান্ড ‘বিটিএস’। সাত তরুণ ব্যান্ডটির সদস্য। তাঁদের গাওয়া এক গানই এবার ভেঙে দিল টেলর সুইফটের রেকর্ড। ইউটিউব মিউজিক ভিডিও ডেব্যু হিসেবে তাঁদের ‘আইডল’ গানটি এক দিনে বেশিবার দেখার রেকর্ড করে ফেলল-যা এত দিন ছিল টেলর সুইফটের দখলে।

টেলর সুইফট


বিটিএসের নতুন অ্যালবাম ‘লাভ ইওরসেল্ফ:
আনসার’। ওই অ্যালবামের গান ‘আইডল’ ইউটিউবে প্রকাশ করা হয় গত শুক্রবার। এক দিনেই ভিডিওটি দেখা হয় ৪ কোটি ৫০ লাখ বার। এর আগে এই রেকর্ড ছিল মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফটের কাছে। তাঁর ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানটি এক দিনে ৪ কোটি ৩২ লাখ বার দেখা হয়েছিল। রেকর্ড ভাঙার খবরটি স্বয়ং ইউটিউব থেকেই টুইট করে জানানো হয়েছে। ইউটিউবের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘অভিনন্দন! বিটিএস। “আইডল” এখন সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে ইউটিউবের ইতিহাসে নাম লেখাল। ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৪ কোটি ৫০ লাখ বার।’

লাভ ইওরসেল্ফ: আনসার-এ ‘আইডল’ গানটির অন্য আরেকটি ভার্সনও করা হয়েছে। এটির সংগীত করেছেন মার্কিন-ত্রিনিদাদিয়ান র‍্যাপার নিকি মিনাজ। ব্যান্ডটি প্রথমবারের মতো ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে আগামী সেপ্টেম্বরে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ১৬টি শহর ঘুরবে ব্যান্ডটি। দলটির প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁদের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। এরপরই এশিয়াসহ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিলবোর্ডের ২০০ অ্যালবাম চার্টে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে নাম লেখায় দলটি। সূত্র: ইনডিপেনডেন্ট