Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল উৎসব

রবীন্দ্র-নজরুল উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে আগামী বৃহস্পতিবার রবীন্দ্র-নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই উৎসব শুরু হবে বিকেল চারটায়। উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে বক্তব্য দেবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, কলা অনুষদের সাংস্কৃতিক দল এবং কলকাতার রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন ‘রবীনন্দন’।