Thank you for trying Sticky AMP!!

তিন প্রজন্মের একটি গান 'বাবা'

সৈয়দ আব্দুল হাদী,আসিফ আকবর ও কিশোর

তিন প্রজন্মের তিন সংগীতশিল্পীর মিলন ঘটল এক গানে। কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর ‘বাবা’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সুরকার তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটি ধারণ করা হয়।

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে চমৎকার সম্পর্ক আসিফ আকবরের। তিনি বলেন, ‘হাদী ভাইয়ের সঙ্গে একটি গান গাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। সুযোগটা মিস করতে চাইনি। তিনি অনেক স্নেহ করেন। আমার ভালো-মন্দের সব খবর রাখেন। আমার কাছে তিনি দেশের একজন আইকনিক ব্যক্তিত্ব, শিক্ষিত, জ্ঞানী ও সব্যসাচী মানুষ। তিনি যেভাবে গেয়েছেন, তাঁর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি।’
সৈয়দ আব্দুল হাদী সংগীতে তাঁর অনুজ দুই সংগীতশিল্পীর সঙ্গে নতুন একটি গান গাওয়ার ব্যাপারটি আনন্দের মনে করেন। তিনি বলেন, ‘আসিফ অনেক দিন ধরে বলছিল, “বড় ভাই, আপনার সঙ্গে আমার একটা গান করার খুব ইচ্ছা।” কথাটি শোনার পর বলেছি, আমিও খুব আনন্দ পাব তোমার মতো একজন তরুণের সঙ্গে গাইলে। অবশেষে গানটি গাওয়া হয়েছে, এটা সুন্দর একটা অনুভূতি। আমি এমনিতেই সব সময় নবীন ও তরুণদের স্নেহ করি, উৎসাহ দিয়ে থাকি। ওদের সঙ্গে কাজ করতে পারলে আমারও ভালো লাগে। এর আগে আমি ফাহমিদা নবী ও মুহিনের সুরেও গান গেয়েছি।’

সৈয়দ আব্দুল হাদীর মতো বরেণ্য শিল্পীর জন্য সুর করতে পারা সংগীতজীবনের অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন কিশোর। এই গানে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়ার পুরো কৃতিত্ব তিনি আসিফ আকবরকে দিলেন। কিশোর বলেন, ‘জীবনে কিছু কিছু মুহূর্তের অনুভূতি এতটাই রোমাঞ্চকর, যা ভাষায় প্রকাশ করা যায় না। সৈয়দ আব্দুল হাদী আমার সুরে গাওয়ার সময় সেই মুহূর্তের মধ্য দিয়ে পার করেছি।’
গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান।