Thank you for trying Sticky AMP!!

প্লেব্যাকে নকীব খানের সুরে গেয়েছেন সামিনা

‘পাঞ্চ’ সিনেমার গানে নকিব খানের সুরে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী

প্রথমবারের মতো প্লেব্যাক বা সিনেমার গানের সুর করলেন সংগীতশিল্পী নকীব খান। তাঁর সুরারোপিত সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার সেই গানটি ধারণ করা হয় গত শনিবার রাতে।

‘এখনো অলস রাত বাকি’ শিরোনামে ওই গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। কৌশিক জানান, পাঞ্চ সিনেমায় মোট তিনটি গান থাকবে। এর দুটি গানের সুর করেছেন নকীব খান। তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে নকীব ভাই আমাদের ছবির গানের সুর করবেন আর অন্তত একটি গান গাইবেন সামিনা আপা। দুজনই আমার ভীষণ প্রিয় শিল্পী। তা ছাড়া সিনেমার মেজাজ অনুযায়ী যে রকম গান প্রয়োজন, তাতে এই দুই শিল্পীর কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয়নি।’

স্টুডিওতে গানে কণ্ঠ দিচ্ছেন সামিনা চৌধুরী

গত ২৯ ফেব্রুয়ারি শুরু হয় পাঞ্চ ছবির শুটিং। চলে টানা ৯ দিন। পরে করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। পরিচালক জানান, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আবার শুটিং শুরু করবেন তাঁরা। তিনি বলেন, ‘মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে ছবির গল্প সাজানো হয়েছে। প্রায় ১৪ মিনিটের একটি বক্সিং খেলার দৃশ্য রয়েছে ছবিতে। থাইল্যান্ড থেকে একটি ফাইটিং টিম আসার কথা ছিল, যারা অগ্নি সিনেমার জন্য কাজ করেছিল। তারা না এলে অ্যাকশন দৃশ্যগুলোর কাজ করা সম্ভব নয়। তা ছাড়া শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল মুম্বাই ও কলকাতার দুজন অভিনয়শিল্পীর। করোনার কারণে সবকিছু পণ্ড হয়ে গেল। তাই সবকিছু বিবেচনা করে আগামী বছর ছবির বাকি অংশের শুটিং করতে চাই।’

পাঞ্চ সিনেমায় অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ।