Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে ভিনদেশি তারকাদের শোক

১৬ অক্টোবর রংপুর জিলা স্কুল মাঠে গান করছেন আইয়ুব বাচ্চু (ডানে), তাঁর সঙ্গে বাজাচ্ছেন শিবামনি। ছবি: গান বাংলার সৌজন্যে

কবির সুমন, সংগীতশিল্পী
আইয়ুব বাচ্চু আর নেই? যাওয়ার কথা তো আমার। ও গেল। ভালো শিল্পী, কী ভালো মানুষ! ধুৎ।

অঞ্জন দত্ত, সংগীতশিল্পী
ভয়ংকর ক্ষতি হয়ে গেল...আইয়ুব বাচ্চু...

শিবমনি, পারকাশনিস্ট
ঠিক দুই রাত আগেই আইয়ুব বাচ্চুর সঙ্গে পারফর্ম করা আমার কাছে গর্বের ব্যাপার ছিল। আমি ও আমার দল গত রাতেই আলাপ করছিলাম, কীভাবে আপনার সঙ্গে এক হয়ে বাংলাদেশ সফরের আগামী সাতটা শোতে আরও সেরা কিছু পরিবেশনা মঞ্চে তুলে আনা যায়। আপনাকে মিস করব। আপনার সঙ্গে তোলা এই ছবি সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে...

রূপম ইসলাম, সংগীতশিল্পী (ফসিলস)
কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলোমী, আজ বাচ্চু ভাই...আর কী কী দুঃসংবাদ শুনতে হবে?
আইয়ুব বাচ্চু। সেই তুমি কেন এত অচেনা হলে!
স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে। অনেক পরিকল্পনা হয়েছিল এরপর। কিছুরই বাস্তবায়ন হলো না।
শ্রদ্ধা।

অনুপম রায়, সংগীতশিল্পী
বাচ্চু ভাইয়ের (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।