Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের আসিফে মুগ্ধ ভারতের কবির সুমন

কবির সুমন

২০ বছরের পেশাদার সংগীতজীবনে অনেক গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ আর ভারতের অনেক সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই গায়ক। এবার তিনি গাইলেন ভারতের বাংলা গানের অন্যতম শিল্পী কবির সুমনের কথা ও সুরে। এরই মধ্যে আসিফ দুটি গানে কণ্ঠও দিয়েছেন। গানগুলোর রেকর্ড শুনেছেন কবির সুমন, আসিফের গায়কি নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন।

জানা গেছে, 'এখনো সেই আসিফ আমি' এবং 'সিরিয়ার ছেলে' গান দুটির রেকর্ড শেষে কবির সুমন আরও দুটি গানের কথা ও সুর পাঠিয়েছেন আসিফের কাছে। বিষয়টি নিয়ে কবির সুমন বললেন, 'আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে—কী বলব। আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়। তাঁর সম্পর্কে কে কী বলে আমি ভাবি না...।' কবির সুমন আরও বলেন, 'এ রকম গান আসিফ আগে গেয়েছেন বলে মনে হয় না। আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা।'

শুক্রবার সকালে নিজের পেজে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'বাংলাদেশের গায়ক আসিফ আকবর যেমন আমায় হোয়াটসঅ্যাপ করেন “শ্রদ্ধেয় অগ্রজ” বলে। প্রতিবারই মনটা ভরে ওঠে আনন্দে—আমাদের বাংলা ভাষার মান রাখছেন বাংলাদেশের এই যুবক।' 

আসিফ আকবর।

আগের দিন কবির সুমনের ফেসবুক পোস্ট দেখে, তাঁর মতো গুণী শিল্পীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আনন্দিত আসিফ। বললেন, 'তিনি যে আমাকে পছন্দ করেছেন, এটাই অনেক বড় পাওয়া। ২০ বছরের সংগীতজীবনে অনেকের সঙ্গে কাজ করেছি, তার মধ্যে নিঃসন্দেহে কবির সুমন অন্যতম সেরা। তিনি আমার জন্য গান করছেন, এটাই আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আশা করছি একসঙ্গে আমাদের অনেক কাজ হবে।'

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, 'আমরা তো তাঁর পুরোনো ভক্ত। তাঁর গায়কি, তাঁর লেখা সবকিছুর।' কবির সুমনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানালেন আসিফ। বললেন, 'তিনি গানটা নিজেই গেয়ে বলে দেন, কীভাবে গাইতে হবে। কীভাবে বাজাতে হবে। অনেক কিছু শেখা যায়। সাধারণত আমাদের দেশে এমনটা হয় না।