Thank you for trying Sticky AMP!!

১০ ব্যান্ডের রক ফেস্ট

রক ফেস্টে থাকবে আর্বোভাইরাসের পরিবেশনাও

সংগীতপ্রেমীদের জন্য আরেকটি বড় সুযোগ হচ্ছে গান শোনার। আগামী ২৭ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বসতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’ ২০১৯। এই আয়োজনে গাইবে দেশের ১০টি ব্যান্ড। এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান।

আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, ঢাকা রক ফেস্টে গাইবে ব্যান্ডদল নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন, সিন ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে গানবাংলা টিভি ও বাংলালিংক।

দোজা এলান আলম বলেন, ‘ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। প্রথমবারের মতো আমরা এই জনপ্রিয় ধারার ব্যান্ড নিয়ে এমন আয়োজন করছি। টিকিট বিক্রির দিক থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। দেশের গানপ্রেমী তরুণদের চাহিদার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।’

২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এর গেট ওপেন হবে। অনুষ্ঠান চলবে বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।