Thank you for trying Sticky AMP!!

শাফিন আহমেদ, ফাহমিদা নবী, হাসান, তপুসহ কনসার্টে দেশের ১২ জন শিল্পী গান শোনাবেন

১২ শিল্পীর অংশগ্রহণে আজ ‘ভার্চ্যুয়াল চ্যারিটি কনসার্ট’

নতুন বছরের প্রথমেই হতে যাচ্ছে ভার্চ্যুয়াল চ্যারিটি কনসার্ট ‘সোর্স অব ড্রিমস’। বাংলাদেশের কিডনি রোগীদের চিকিৎসাসহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করেছে ইউএস-ভিত্তিক প্রতিষ্ঠান ‘সোনার বাংলা ফাউন্ডেশন’। মানুষ ও মানবিকতার পাশে দাঁড়াতে নিঃস্বার্থভাবে এ কনসার্টে সশরীর উপস্থিত থেকে সংগীত পরিবেশন করবেন মাকসুদুল হক, শাফিন আহমেদ, ফাহমিদা নবী, এস আই টুটুল, হাসান (আর্ক), আলী সুমন (পেন্টাগন), আগুন, দিনাত জাহান মুন্নী, তপু, পিন্টু ঘোষ, রন্টি দাস ও এস আই সুমন।

এ ব্যাপারে মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ বলেন, ‘সোনার বাংলা ফাউন্ডেশনের বিশেষ দিক হলো, এই প্রতিষ্ঠান কিডনি রোগীদের চিকিৎসায় সাহায্য-সহযোগিতা করে থাকে। বাংলাদেশে এই রোগের সমস্যা বেশি। এই রোগীদের আর্থিকভাবে সাহায্য-সহযোগিতার দরকার হয়। এ জন্য প্রতিষ্ঠানটির উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও তাঁদের সহযোগিতার সঙ্গে হাত বাড়িয়েছি। কনসার্টটিতে অংশগ্রহণ করছি।’ তিন ঘণ্টাব্যাপী এ কনসার্ট আজ দুপুর ১২টা থেকে সরাসরি দেখা যাবে সোনার বাংলা ফাউন্ডেশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে https//www.facebook.com/sbfus এবং প্রথম আলোর ফেসবুক পেজ থেকেও এ কনসার্ট সরাসরি দেখা যাবে।

মাকসুদুল হক। ছবি: সংগৃহীত