Thank you for trying Sticky AMP!!

সিডনির হার্স্টভিল সিভিক সেন্টারে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় এই গানের আসর

সিডনিতে বৈঠকি গানের সন্ধ্যা

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা গানের আসর ‘ডাইরির পাতা থেকে’। ১৪ অক্টোবর সিডনির হার্স্টভিল সিভিক সেন্টারে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় এই গানের আসর। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়া অতিথিদের অংশগ্রহণে পুরোনো দিনের বৈঠকি ধাঁচে সাজানো হয় এই গানের অনুষ্ঠান। আসরে গানের কণ্ঠে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন সিডনির স্থানীয় বাংলাদেশি শিল্পী উজ্জ্বল নিজাম উদ্দিন আল খসরু। এ ছাড়া বাদ্যযন্ত্রে ছিলেন সিডনির পরিচিত বাংলাদেশি শিল্পী মিহির, সুবীর, নীলাদ্রি ও সোহেল। সংগীতানুষ্ঠানটি আয়োজন করেছে সিডনি মিউজিক ক্লাব।
আমন্ত্রিত দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছেন শিল্পীরা।

অনুষ্ঠান উপভোগ শেষে আমন্ত্রিত দর্শকদের একজন নোমান শামীম বলেন, ‘কনসার্ট আর বৈঠকি গানের আসর দুটো এক নয়। আসরে সবাই শিল্পীকে ঘিরে বসে অল্প কয়েকটা বাদ্যযন্ত্র দিয়ে গান শুনব, নিজের পছন্দের গান গাইতে অনুরোধ করব শিল্পীকে, গানকে অনুভব করব। এমন একটা গানের আসর আপনি সিডনিতে কল্পনাই করতে পারবেন না।

পুরোনো দিনের বৈঠকি ধাঁচে সাজানো হয় এই গানের অনুষ্ঠান

আয়োজকদের ধন্যবাদ এই অনুভূতি আমাদের উপহার দেওয়ার জন্য। আর শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আমাদের গানের তৃষ্ণা মেটানোর জন্য।’
আমন্ত্রিত দর্শকদের আরেকজন বাংলাদেশি আতিকুর রহমান বলেন, ‘যতক্ষণ অনুষ্ঠানে ছিলাম, ততক্ষণে কানে এসেছে বাংলা গান আর চোখে শুধু ভেসেছে বাংলাদেশের ফেলা আসা দিনগুলো। অনেক দিন ক্লান্তি ছেড়ে অনেকখানি শক্তি নিয়ে বাসায় যাচ্ছি।’