Thank you for trying Sticky AMP!!

পণ্ডিত রবিশঙ্করের শেষ কনসার্টে তোলা ছবি

পণ্ডিত রবিশঙ্করের বয়স তখন ৯১ বছর। বয়সকে তুড়ি মেরে ক্যালিফোর্নিয়ার লং বিচের হলভর্তি দর্শকের সামনে পরিবেশনা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর আর কোনো পরিবেশনায় পাওয়া যায়নি তাঁকে। কনসার্টের সপ্তাহ পাঁচেক পর চিরবিদায় নেন তিনি। ২০২৩ সালে বাবার প্রয়াণদিবসে সেই ছবি শেয়ার করেছিলেন সেতারবাদক অনুষ্কা শঙ্কর। আজ কিংবদন্তি সেতারসাধক পণ্ডিত রবিশঙ্করের জন্মদিন। ১৯২০ সালের ৭ এপ্রিল তিনি জন্ম নেন ভারতের বেনারসে। তাঁর জন্মদিন উপলক্ষে পণ্ডিত রবিশঙ্করের শেষ কনসার্টে তোলা ছবিসহ রইল আরও কিছু ছবি ও তথ্য

আজ রবিশঙ্করের প্রয়াণদিবস। বাবাকে স্মরণ করে সেই কনসার্টে তোলা রবিশঙ্করের ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সেতারবাদক অনুষ্কা শঙ্কর। ২০১২ সালের ৪ নভেম্বর লং বিচের টেরেস থিয়েটারে রবিশঙ্করের শেষ কনসার্টে মঞ্চে বাবার পাশে অনুষ্কাও ছিলেন। সে বছরের ১১ ডিসেম্বর প্রয়াত হয়েছেন রবিশঙ্কর
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের মেয়ে অনুষ্কা; বাবার হাত ধরে সেতারবাদক হিসেবে ক্যারিয়ার গড়েছেন তিনি। ছবিতে বাবার সঙ্গে অনুষ্কা
বাবা রবিশঙ্কর ও মা সুকন্যা শঙ্করের বিয়ের ছবিটিও পোস্ট করেছেন অনুষ্কা
একাত্তরে বাংলাদেশের মানুষের সমর্থনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজন করেন পণ্ডিত রবিশঙ্কর, সঙ্গে জর্জ হ্যারিসনসহ আরও অনেকে ছিলেন। সেই কনসার্টের সংবাদ সম্মেলনে রবিশঙ্কর ও হ্যারিসন
সুরবাহার হাতে পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবী
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আল্লারাখা আর ওস্তাদ আলী আকবর খান
বিয়ের পর অন্নপূর্ণা দেবী ও পণ্ডিত রবিশঙ্কর
পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন
পণ্ডিত রবিশঙ্কর
সেতারসাধক পণ্ডিত রবিশঙ্কর।