Thank you for trying Sticky AMP!!

উৎসবে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি প্রদর্শন করা যাবে না

‘ভাইজান এলো রে’ ছবির পোস্টার। ঈদে আমদানি করা ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে

এখন থেকে ঈদ, পয়লা বৈশাখসহ দেশের বিভিন্ন উৎসবে এ দেশের প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো ছবি মুক্তি দেওয়া যাবে না। এ-সংক্রান্ত এক রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক গত বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। পাশাপাশি কেন যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি বাংলাদেশের উৎসবের দিনে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না—এ-সংক্রান্ত একটি রুল জারি করেছেন। তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে (চলচ্চিত্র) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

গত বুধবার নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম উক্ত আদালতে বিদেশি ছবি বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে প্রদর্শনের স্থগিত চেয়ে এই রিট করেন। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার রাতে ব্যারিস্টার শফিক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘মহামান্য আদালত যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবিগুলো দেশিও প্রেক্ষাগৃহে মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আশা করছি, এ স্থগিতাদেশ দেওয়ার কপিটি আগামী রোববার হাতে পাব।’

এ ব্যাপারে প্রযোজক সেলিনা বেগম বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের স্বার্থে ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে একমত পোষণ করে আমি এ মামলা করেছি।’