Thank you for trying Sticky AMP!!

আজ দেখতে পারেন

আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। টিভি চ্যানেলগুলোতে থাকছে তাঁর লেখা গল্প, কবিতা, গান নিয়ে ভিন্নধর্মী আয়োজন। জেনে নিন চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালার কিছু অংশ।
দেশ টিভি
বাদলা হাওয়ায় মনে পড়ে
রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা নিয়ে দেশ টিভির বিশেষ অনুষ্ঠান ‘বাদলা হাওয়ায় মনে পড়ে’ । প্রচারিত হবে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে। নিসা রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে কবিতা আবৃত্তি ছাড়াও থাকছে অদিতি মহসিন ও লাইসা আহমেদ লিসার গান।
এটিএন বাংলা
আপদ
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক আপদ প্রচারিত হবে আজ রাত আটটায়। ফেরদৌস হাসানের নাট্যরূপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা।
আর টিভি
মাল্যদান
আরটিভির বিশেষ নাটক মাল্যদান প্রচারিত হবে রাত আটটা ২০ মিনিটে। সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, আরমান পারভেজ মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা।
এসএ টিভি
বদনাম
অঞ্জন আইচের পরিচালনায় রাত নয়টায় প্রচারিত হবে বিশেষ নাটক বদনাম । অভিনয় করেছেন মৌ, মাজনুন মিজান।
মাছরাঙা টিভি
ত্যাগ
শুভ্র উজ্জ্বলের পরিচালনায় রাত আটটায় প্রচারিত হবে নাটক ত্যাগ । নাটকটিতে পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি অভিনয় করেছেন।
এনটিভি
কনক
রাত নয়টায় প্রচারিত হবে নাটক কনক। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিচারক’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন অপর্ণা, জিতু আহসান, আশিক চৌধুরী, রাসেল।
চ্যানেল আই
পাত্র ও পাত্রী
রাত সাতটা ৫০ মিনিটে বিশেষ নাটক পাত্র ও পাত্রী। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাদিয়া, খায়রুল আলম সবুজ ও সাবেরী আলম