Thank you for trying Sticky AMP!!

আবার দেখা ফেরদৌসি-সুবর্ণার

তমোহর নাটকের শুটিংয়ের ফাঁকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা

বছর তিনেক আগে ‘তবুও আমারে দেব না ভুলিতে’ এক ঘণ্টার একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা। আরিফ খানের পরিচালনায় সে সময় নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। এরপর আর একসঙ্গে কাজ হয়নি এই দুই বরেণ্য অভিনয়শিল্পীর। দীর্ঘদিন পর আবারও এক নাটকে অভিনয় করছেন তাঁরা। ‘তমোহর’ নামে এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করতে একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তাঁরা দুজন। গত ১৬ ও ১৭ মে ঢাকার লোকেশনে শুটিং শেষ হয়েছে নাটকটির।

সংশপ্তক অনেক নাটকেই ফেরদৌসী মজুমদারের সঙ্গে কাজ করছেন সুবর্ণা মুস্তাফা। ফেরদৌসী মজুমদার বলেন, ‘কয়েক দিন আগে চয়নিকার পরিচালনায় প্রথম একটি নাটকে কাজ করেছি। প্রথম নাটকে তাঁর সঙ্গে কাজের ভালো লাগা থেকে এই নাটকটি করলাম। কিন্তু যখন জানতে পারলাম নাটকটিতে সুবর্ণা আছে। উৎসাহটা আরও বেড়ে গিয়েছিল। সুবর্ণা থাকার কারণে বাড়তি আনন্দ নিয়ে দুদিন কাজ করেছি।’

এ ব্যাপারে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘দীর্ঘদিন পরে দেখা হলেও আমাদের আত্মিক ব্যাপারটা রয়েই গেছে। মনে হয় যেন দীর্ঘদিন ধরে আমরা একই পরিবারে বেড়ে উঠেছি। ফেরদৌসী মজুমদারের মতো তারকাদের কাছ থেকে শেখার শেষ নেই। এই অভিনেত্রী এখনো চিত্রনাট্য মুখস্থ করে সেটে আসেন। কোন দৃশ্য কি করতে হবে সবই তিনি ঠিকঠাক করে শুটিংয়ে আসেন। সত্যি কথা কী, তাঁদের মতো অভিনেত্রীদের কাছ থেকে প্রতিনিয়তই শিখে যাচ্ছি আমরা।’

নাটকটি লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। দুজনকে এক সঙ্গে পেয়ে দারুণ খুশি এই পরিচালক। বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন সুবর্ণা আপা আমাকে আড়ংয়ের একটি গয়না উপহার দিয়ে বলেন, এত দিন পর তুই আমাকে ফেরদৌসী খালার সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছিস, এ জন্য তোর এই উপহার।’ দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুজন খুব নিয়ম করে শুটিং এসেছেন। তা ছাড়া শট নেওয়ার আগে কি সুন্দরভাবে দুজন তাঁদের সংলাপ নিয়ে রিহার্সাল করছিলেন। ফাঁকে ফাঁকে তাঁরা দুজন পুরোনো দিনের গল্পে ফিরে যাচ্ছিলেন। খুব ভালো লাগছিল।’

তমোহর নাটকে আরও অভিনয় করেছেন নাজিরা মৌ, নাঈম প্রমুখ।