Thank you for trying Sticky AMP!!

ঈদে 'গহীন বালুচর'

‘গহীন বালুচর’ ছবির দৃশ্য

প্রেক্ষাগৃহে মুক্তির ১৫৯ দিন পর এবার বাসায় বসে ‘গহীন বালুচর’ ছবিটি দেখতে পাবেন দর্শক। তেমনটি জানালেন দীপ্ত টিভি কর্তৃপক্ষ। ছবিটি প্রচারিত হবে ঈদের দিন বেলা দেড়টায়। এই ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন বদরুল আনাম সৌদ। ছবিটি পরিচালনা করেছেন তিনি।

‘গহীন বালুচর’ সিনেমায় যে তিনজন প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাঁরা হলেন নীলাঞ্জনা নীলা, জান্নাতুন নূর মুন ও আবু হুরায়রা তানভীর। তাঁদের মধ্যে নীলা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১৪ সালে দ্বিতীয় রানারআপ হন। আর মুন ২০১৪ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। তানভীর টিভি নাটক আর মডেলিং করেন। ছবিতে আরও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা।

‘গহীন বালুচর’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মীমালা, রুনা খান, শাহান সুমী প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। শিল্পনির্দেশনা দিয়েছেন উত্তম গুহ। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাশ। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক সুবর্ণা মুস্তাফা।

সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ

ছবিটি মুক্তির সময় বদরুল আনাম সৌদ বলেন, ‘এই ছবিতে আমি আমাদের দেশের জীবনের গল্প বলেছি। একেবারেই মৌলিক গল্পের একটি ছবি।’

গত বছর ২৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এরপর বিদেশেও মুক্তি পায় ছবিটি।