Thank you for trying Sticky AMP!!

ঈদ নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা

চলছে ঈদের নাটকের শেষ মুহূর্তের সম্পাদনার কাজ। ছবিটি নির্মাতা মিজানুর আরিয়ানের শোক হোক শক্তি নাটকের সম্পাদনার সময় তোলা

ঈদের আর মাত্র এক দিন বাকি। দেশের সব টিভি চ্যানেল ঈদের অনুষ্ঠানমালা সাজাতে ব্যস্ত সময় পার করছে। নাটক, টেলিছবি ও নিজস্ব অনুষ্ঠানের শেষ মুহূর্তের সম্পাদনা ও কাটছাঁটের কাজ নিয়ে সময় কাটাচ্ছে তারা। একদিকে চলছে শেষ মুহূর্তের সম্পাদনা, অন্যদিকে এখনো চলছে শুটিং। আগামীকাল ঈদের আগের দিন পর্যন্ত চলবে শুটিং।

ঈদের নাটক ও অনুষ্ঠানের শেষ মুহূর্তের ব্যস্ততা নিয়ে এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ বললেন, ‘ঈদুল আজহায় সময় খুব কম পাওয়া যায়। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনামাফিক সবকিছু ঠিকঠাক আছে। আমাদের নিজস্ব প্রযোজনায় ১৪টি অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে আজ (গতকাল রোববার) অবধি ১২টি অনুষ্ঠান নির্মাণ শেষ হয়েছে। বাকি দুটি ঈদের আগেই শেষ হয়ে যাবে। এ ছাড়া ঈদের নাটকও বেশির ভাগ আমাদের হাতে চলে এসেছে। কিছু সম্পাদনার কাজ চলছে।’

তবে এখনো ঈদের নাটকের শুটিং করছেন নির্মাতা শিহাব শাহীন। আজ উত্তরায় শুটিং করবেন পার্টনার নামে একটি নাটকের। এতে অভিনয় করবেন সাবিলা নূর। এই নির্মাতা বললেন, ‘নাটকটির শুটিংয়ের পরপরই সম্পাদনা শুরু করব। তারপর প্রচার। ঈদের পঞ্চম দিন এটি প্রচারিত হবে। তাই ঠিকঠাকভাবে কাজ শেষ হবে বলে আশা করছি।’

নাটক সম্পাদনা নিয়ে ব্যস্ত আছেন তরুণ নির্মাতা মিজানুর আরিয়ান। এবার তাঁর দুটি নাটক প্রচারিত হবে। দুটিই আছে সম্পাদনার টেবিলে। বললেন, ‘ঈদের সময় সবাই খুব ব্যস্ত থাকে। আমি দুটি নাটকের এডিটিং করছি দুটি জায়গায়। একটা সকালে, আরেকটার কাজ চলছে রাতে।’ জানালেন, এবারের ঈদে তাঁর নির্মিত ফেসবুক ছাড়ার ছয়টি উপায় ও শোক হোক শক্তি নামে দুটি নাটক প্রচারিত হবে।

ঈদের শেষ মুহূর্তের ব্যস্ততা নিয়ে আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বললেন ‘আমাদের চারটা চাংকে এক ঘণ্টার নাটক, একটা চাংকে টেলিছবি ও তিনটি ধারাবাহিক প্রচারিত হবে। এ ছাড়া সিনেমা ও নিজেদের অনুষ্ঠান রয়েছে। সবই গোছানো শেষ।’

এদিকে ঈদের এক দিন আগে অর্থাৎ আজ সোমবারও শুটিং করবেন অভিনেত্রী মেহ্জাবীন। জানালেন, নির্মাতা কাজল আরেফিনের নাটকের শুটিং বাকি আছে। আজ উত্তরায় শুটিং করবেন, শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।

ঈদের নাটকের শুটিং হবে ঈদের পরদিনও! অর্থাৎ আগামী বৃহস্পতিবার শুটিং করতে হবে নির্মাতা তপু খানকে। বললেন, ‘আমার ঈদের আগেই শুটিং করার তারিখ ছিল। কিন্তু হঠাৎ করে অভিনেতা অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং পিছিয়ে দিতে হয়েছে। আমরা ঈদের পরদিনও শুটিং করব।’

সব মিলিয়ে শুটিংয়ের চেয়ে নির্মাতারা এখন ব যস্ত আছেন নাটক সম্পাদনার কাজে। শেষ মুহূর্তের ব্যস্ততা নিয়ে মাছরাঙা টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অনুষ্ঠান) আরিফুর রহমান বললেন, ‘আমাদের কিছু নাটকে শেষ মুহূর্তের সংশোধন করা হচ্ছে। কিছু একেবারে ঠিকঠাক। আরও কিছু আছে প্রিভিউতে। নিজেদের কিছু অনুষ্ঠান এখনো আছে সম্পাদনার টেবিলে। আশা করছি, সবকিছু ঠিকমতো প্রচারিত হবে।’