Thank you for trying Sticky AMP!!

করোনা-সংকটে পাশে থাকবে ১০০ সচ্ছল শিল্পী

মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

আর্থিকভাবে সচ্ছল এমন ১০০ তারকার তালিকা তৈরি করেছে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। করোনাভাইরাস প্রতিরোধে শুটিং বন্ধ থাকায় অনেকেই পরিবার নিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। নাটকের সঙ্গে যুক্ত এসব অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সংগঠনগুলো। তাঁদের সহায়তার জন্য ১০০ তারকার কাছে নির্দিষ্ট পরিমাণ অনুদান চাওয়া হবে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘যাঁরা বেশ কয়েক বছর ধরে বেশি কাজ করছেন, অভিনয়ের ব্যস্ততা পাশাপাশি ব্যবসা বা সামাজিকভাবে খ্যাতি আছে, সামর্থ্যবান এমন ১০০ জন শিল্পীর একটি তালিকা সম্প্রতি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি। সবার কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করতে এগিয়ে আসছেন।’

নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

টেলিভিশন–সংশ্লিষ্ট সব সংগঠন মিলেই সহযোগিতার কাজটি করা হবে। সাহায্য দরকার এমন শিল্পী-কলাকুশলীদের একটি তালিকা সংগঠনগুলোর কাছে আহ্বান করা হয়েছে। সেলিম বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আজ আমরা একটা শর্ট লিস্ট পেয়ে যাব। কার সাহায্য দরকার, সেটা প্রতিটি সংগঠনের নেতারা ভালো জানেন। যেখানে তাঁদের নাম ও ফোন নম্বর থাকবে। তাঁদের সবাইকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে সামাজিক সম্মানের কথা বিবেচনা করে গোপনীয়তা বজায় রাখা হতে পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে ঘোষণা দিয়ে ডিরেক্টরস গিল্ড প্রথম দিন নির্মাতাদের কাছ থেকে এক লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। সবাই স্বেচ্ছায় সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। চার দিন ধরে তাঁরা তহবিল সংগ্রহ করছেন। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘আমরা সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। প্রতিটি সংগঠন এগিয়ে আসছে। তালিকা পেলেই আগামী সপ্তাহ থেকে সাহায্য পৌঁছে দিতে পারব।’

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের বলেন, ‘মিডিয়ায় আমরা সবাই একটা পরিবারের মতো। এখানে কার সমস্যা আছে সেটা আমরা অনেকেই জানি। আবার সেটা খোঁজখবর নিয়েও জানছি। এই করোনা–পরিস্থিতির কারণে স্বল্প আয়ের মানুষদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যাঁরা দিনের আয় দিয়ে চলেন। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি তাঁদের পাশে দাঁড়ানোর। সে জন্য সংগঠনের সবার কাছে থেকে আর্থিক সহায়তা চেয়েছি। অনেকেই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।’

মেহ্‌জাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

কীভাবে, কাদের সহায়তা করা হবে জানতে চাইলে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘এটা সংগঠন ভালো বলতে পারবে। যাঁরা বিপদে আছেন, তাঁদের খবর আসছে। যেমন আমি নিজেই জানি আমার কিছু কলিগ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁরা সেটা বলতে লজ্জা পাচ্ছেন। সেই জায়গা থেকে আমি ফোন করে সংগঠনের কাউকে বলে দিচ্ছি, তাঁর সঙ্গে একটু যোগাযোগ করেন। এভাবে সবাইকে অর্থ ও তথ্য দিয়ে এগিয়ে আসতে হবে। আমরা এভাবে আগেও সাহায্য করেছি, প্রক্রিয়াটা নতুন নয়। এ বিষয়ে সবার অভিজ্ঞতা আছে। আমরা সবাই সবাইকে চিনি। কারণ, আমরা একটা পরিবারের মধ্যে বেড়ে উঠছি।’

আফরান নিশো। ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী সংঘের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজাত শিমুল জানান, সরকারের পক্ষ থেকেও তাঁদের কাছে অসচ্ছল শিল্পীর একটি তালিকা চাওয়া হয়েছে। তাঁদের আশা, সরকারের কাছ থেকেও সহযোগিতা পাবেন তাঁরা। সংগঠনের পক্ষ থেকে অভিনয়শিল্পীদের সবাইকে খুদে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, যাঁদের সহযোগিতা দরকার, তাঁরা চাইলে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখেই তাঁদের সহায়তা করা হবে।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত