Thank you for trying Sticky AMP!!

দর্শক ও আপন মানুষদের ভালোবাসা ১০৪ ডিগ্রি জ্বরের চেয়েও তীব্র

মনিরা মিঠু

‘শরীরটা ভালো নেই। পরশু (২৭ জুলাই) রাত ১০টার পর থেকে জ্বর। কখনো ১০৪ ডিগ্রি ছাড়িয়ে যায়। নিজেকে ঠিক রাখতে পারি না। সারা শরীর কাঁপে। হুঁশ থাকে না। এই জ্বর আরও পাঁচ দিন থাকবে। একদম ভেঙে পড়ার মতো অবস্থা।’ কাঁপা কাঁপা গলায়, নিশ্বাসের ফাঁকে ফাঁকে কথাগুলো বললেন অভিনেত্রী মনিরা মিঠু। বোঝা গেলে তাঁর শরীরের অবস্থা বেশ কাহিল।

মনিরা মিঠু

এবার ঈদে মনিরা মিঠু অভিনীত ৯টি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘শোকসভা’, ‘২১ দিন পরে’, ‘আপন’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় দর্শক প্রশংসা করেছেন। এই অভিনেত্রী বলেন, ‘মূল অভিনয়শিল্পীদের বাইরে আমাদের নিয়ে তো গল্প কম হয়। গল্পে যেটুকু সুযোগ থাকে, পুরোটা কাজে লাগাই। ‘শোকসভা’ নাটকে মাত্র দুটি দৃশ্য ছিল। কোনো সংলাপ ছিল না। অথচ দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেছেন। ‘২১ বছর পরে’ নাটকটি নিয়ে আমি নায়ক অপূর্বের কাছে কৃতজ্ঞ। সে আমাকে ঠিকমতো অভিনয়টা করতে দিয়েছে। অভিনয় নিয়ে আমাকে উৎসাহ দিয়েছে।’

‘আপন’ নাটকের কলাকুশলীদের সঙ্গে মনিরা মিঠু

অভিনয় তাঁর ধ্যানজ্ঞান। ১৯ বছরের ক্যারিয়ারে অনেক নাটক তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। হুমায়ূন আহমেদের নাটক দিয়ে এই জনপ্রিয়তার শুরু। ক্যারিয়ারের প্রথম ছয় বছর হুমায়ূন আহমেদের নাটকে নিয়মিত অভিনয় করেছেন। এরপরে অনেক কষ্ট করে নুহাশ চলচ্চিত্রের বাইরে তাঁকে জায়গা করে নিতে হয়েছে। প্রথম দিকে অনেকেই তাঁর প্রতিভাকে মূল্যায়ন করতে চাননি। কিন্তু তিনি হাল ছাড়েননি। সব সময়ই এগিয়ে চলেছেন। এখন মনিরা মিঠু নির্মাতাদের কাছে আস্থার নাম। তিনি বলেন, ‘কিছু নাটক মাকে কেন্দ্র করে। কিছু নাটকে অল্প কিছু দৃশ্য থাকে। এসব চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রেরণা।’

মনিরা মিঠু

এই অভিনেত্রী ফেসবুকে সারাক্ষণ সরব। গত দুই দিন অসুস্থতার জন্য সেভাবে ফেসবুকে দেখা যায়নি। জানালেন, জ্বরের জন্য মোবাইল চালাতে পারেন না। কিন্তু সারাক্ষণ ইনবক্সে ভক্তদের ভালোবাসা পান। কিছুটা ভালো লাগলে মোবাইলে ফেসবুক চালানোর চেষ্টা করেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘১০৪ জ্বর আমার। দর্শক ও আপন মানুষদের ভালোবাসা বুঝি ১০৪ জ্বরের চেয়েও তীব্র হয়। আমার সকল পরিচালক, দর্শকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আজীবন কৃতজ্ঞতা।’ তিনি বলেন, ‘ভালো নাটকের প্রশংসা সব সময়ই থাকে। কিন্তু এবারের নাটকের জন্য এতটা সাড়া পাব ভাবিনি।’