Thank you for trying Sticky AMP!!

নাটকের সংলাপ সত্যি হলো তাজিনের জীবনে

‘তোমাকেই খুঁজছি’ টেলিছবির দৃশ্যে তাজিন আহমেদ ও সজল

‘বাবা, আমি তোমাকে খুঁজছি, কিন্তু কোথাও পাই না। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি তোমার কাছে আসছি।’ আকাশের দিকে তাকিয়ে বললেন তাজিন আহমেদ। এটি একটি ধারাবাহিক নাটকের সংলাপ। ধারাবাহিকটির নাম ‘নীড় খোঁজে গাঙচিল’। গত মে মাসের গোড়ার দিকে কক্সবাজারে এই নাটকের শুটিং হয়। কিন্তু অদ্ভুত ঘটনা, নাটকের সংলাপগুলো তাজিন আহমেদের বাস্তব জীবনে ঘটেছে। গত ২২ মে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট পর্দার এই তারকা।

এই ধারাবাহিক নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার ধারাবাহিক নাটক “নীড় খোঁজে গাঙচিল” আর ঈদের দুটি টেলিছবিতে অভিনয় করেন তাজিন আহমেদ। “নীড় খোঁজে গাঙচিল” ধারাবাহিকে তাজিনের এই সংলাপের মধ্য দিয়ে শুটিং স্থগিত করা হয়। ১৩ মে ঢাকায় ফিরে আসি। পরদিন আমি মক্কা শরিফে চলে যাই। সেখানেই তাজিনের মৃত্যুর খবর জানতে পারি।’

মোহন খান জানান, এ সময় তাজিন আহমেদ তাঁর আরও দুটি টেলিছবিতে অভিনয় করেন। এর মধ্যে একটির নাম ‘তোমাকেই খুঁজছি’। ঈদ উপলক্ষে আজ দুপুরে টেলিছবিটি প্রচারিত হয়েছে বাংলাভিশনে। এই টেলিছবিতে তাজিনের সঙ্গে অভিনয় করেন সজল, অহনা, লীনা আহমেদ প্রমুখ। এ ছাড়া তাজিন আরেকটি টেলিছবিতে অভিনয় করেন, নাম ‘তুমি একজনই’। এবার ঈদে টেলিছবিটি প্রচার হওয়ার কথা ছিল এটিএন বাংলায়। কিন্তু সম্পাদনার কাজ সম্পন্ন না হওয়ায় শেষ পর্যন্ত টেলিছবিটি এটিএন বাংলায় আর জমা দেওয়া সম্ভব হয়নি।

সজল বললেন, ‘তাজিন আহমেদের সঙ্গে এটাই আমার শেষ কাজ। আজ যখন টেলিছবিটি প্রচারিত হচ্ছে, তখন অনেক কথা মনে পড়ছে। আমরা যখন মিডিয়াতে আসি, তখন মডেলিং দিয়ে শুরু করেছিলাম। ওই সময় নাটকে অভিনয়ের ব্যাপারে তাজিন আহমেদ খুব সহযোগিতা করেছিলেন। তিনি তখন পত্রিকায় কাজ করছিলেন। তাঁর সঙ্গে অনেক পরিচালকের পরিচয় ছিল। তিনি আমার ব্যাপারে অনেক পরিচালককে বলেছেন। তাঁর জন্য আমি অনেকগুলো ভালো কাজ পেয়েছিলাম।’

তাজিন আহমেদের সঙ্গে শেষ স্মৃতির ব্যাপারে সজল বললেন, ‘শুটিং শেষে আমরা অনেক রাত পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে হেঁটেছি। শেষে তাঁর পছন্দের খাবারের এক রেস্তোরাঁয় যাই। একসঙ্গে রাতের খাবার খেয়েছি। পরদিন শুটিং শেষে তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে। তিনি আমার রুমে এসে দ্রুত লাগেজ গুছিয়ে দেন। তিনি ছিলেন বোন, বন্ধু। আজ তাঁর কথা খুব মনে পড়ছে।’

আজ বাংলাভিশনে ‘তোমাকেই খুঁজছি’ টেলিছবিটি যখন প্রচারিত হয়, তখন তাজিন আহমেদের কয়েকজন বন্ধু ও সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।