Thank you for trying Sticky AMP!!

পাহাড়িদের নিয়ে নাটকে সারিকা

সারিকা

মাইনি। পাহাড়ি এই নদীর পাশেই গড়ে উঠেছে মানিকজোড়ছড়া গ্রামের মানুষের আবাস। সেখানে আছে পাহাড়ি ও বাঙালি মানুষ। তাদের সম্প্রীতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘গাঙ মেইনি’। সেই নাটকে পাহাড়িদের সঙ্গেই তাল মিলিয়ে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী সারিকা। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন পরিতোষ তালুকদার।

জিনাত হাকিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন একঝাঁক পাহাড়ি মানুষ। তাঁরা অনেকেই রাঙামাটির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করা জোনাকি চাকমা বলেন, ‘আমি প্রথম দিকে ভয়ে ছিলাম। পরে কাজ করতে সাহস পাই। আজিজুল হাকিম ভাইয়া, ছন্দা আপু ও সারিকা আপু আমার সহশিল্পী ছিলেন। তাঁরা আমাকে সহযোগিতা করেছেন।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, নিরব ইমতিয়াজ, শিমলা ত্রিপুরা, সনচনা চাকমা, তরুণ চাকমা, আরতি শিখা, সুরুপা প্রমুখ। গত জুলাই মাসে রাঙামাটিতে শুটিং হয়েছে নাটকটির। ৩০ আগস্ট রাত সাড়ে ৯টায় গাঙ মেইনি প্রচারিত হবে চ্যানেল নাইনে।