Thank you for trying Sticky AMP!!

প্রসেনজিৎ নয়, হট সিটে বসছেন 'বুম্বাদা'

‘কে হবে বাংলার কোটিপতি’ অনুষ্ঠানে প্রসেনজিৎ

ভারতের কালারস বাংলা চ্যানেলে আজ সোমবার শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বাংলা সংস্করণ ‘কে হবে বাংলার কোটিপতি’। জানা গেছে, সপ্তাহের সোমবার থেকে শুক্রবার প্রতিদিন বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় দেখা যাবে অনুষ্ঠানটি। এদিকে টু্ইটারে আজ প্রসেনজিৎ লিখেছেন, ‘সবার শুভেচ্ছা, সমর্থন আর আশীর্বাদ চাই৷ আজ রাত নয়টা (ভারতীয় সময়) থেকে শুরু হচ্ছে “কে হবে বাংলার কোটিপতি”৷’

প্রসেনজিৎ জানান, প্রসেনজিৎ না, এই শোয়ে তিনি ‘বুম্বাদা’ হয়ে থাকবেন। হট সিটে বসেছেন ‘বুম্বাদা’। কেন? তিনি বললেন, ‘বাংলার মানুষ আমাকে গত ৩০-৩৫ বছর ধরে বুম্বা হিসেবে ভালোবাসেন। এখানে যাঁরা আসবেন, তাঁদের হয়তো অনেক স্বপ্ন রয়েছে। বুম্বা হিসেবে সেই স্বপ্নকে কিছুটা যদি এগিয়ে দিতে পারি, তা হলে সেটা হবে আমার পরম পাওয়া।’

তিনি আরও বললেন, ‘বাড়ির মা-মাসি আর বোনেরা কিন্তু বুম্বাদাকে এত বছর ধরে ভালোবাসা দিচ্ছেন। অনেক দিন তাঁরা আমাকে পাচ্ছেন না। তাঁদের কাছে তো পৌঁছাতে হবে।’

‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। প্রসেনজিতের সঞ্চালনা কতটা আলাদা হবে? ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রসেনজিৎ বলেন, ‘আমি অমিতাভ বচ্চনের ভীষণ ভক্ত। আর তুলনা তো জীবনের অংশ। আমি তাঁকে শ্রদ্ধা করি, তাঁর কাছ থেকে সব সময় কিছু না কিছু শেখার চেষ্টা করি। বাঙালি আমাকে বুম্বাদা হিসেবে চেনে আর তারা আমার স্টাইলও জানে।’

এর আগে টিভিতে ‘বাংলার সেরা পরিবার’ সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ। আবার ছোট পর্দায় ফিরছেন, আপনি কিছুটা নার্ভাস? প্রসেনজিৎ বললেন, ‘কিছুটা তো বটেই।’

জানালেন, শুধু সঞ্চালনা নয়, চমক থাকবে সংলাপেও। অমিতাভ বচ্চনের জনপ্রিয় সংলাপ ‘লক কর দিয়া যায়’। ‘কে হবে বাংলার কোটিপতি’ অনুষ্ঠানে এর বাংলা কী হবে? জানা গেছে, এসব নিয়ে কাজ করেছে একটা ক্রিয়েটিভ টিম। অনুষ্ঠানটির ভাবনার মূলে আছেন সিদ্ধার্থ বসু।

বছর কয়েক আগে ‘কে হবে বাংলার কোটিপতি’র প্রথম সিজন প্রচারিত হয় টিভিতে। তখন সঞ্চালনা করেন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী। তাঁর হাত ধরে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি৷