Thank you for trying Sticky AMP!!

পয়লা শ্রাবণে তুরঙ্গমীর 'অরণ্যা'

‘অরণ্যা’য় এমন সাজেই দেখা যাবে পূজাকে

আসছে শ্রাবণ ঘিরে তুরঙ্গমী ড্যান্স থিয়েটার আয়োজন করেছে এক নতুন কোরিওগ্রাফির। পয়লা শ্রাবণে এটি দেখানো হবে চ্যানেল আইয়ে।

নতুন এই কোরিওগ্রাফির নাম ‘অরণ্যা’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘রুম্ ঝুম্ রুমু ঝুমু কে বাজায় জল-ঝুম্ঝুমি’ গানের সঙ্গে এই কোরিওগ্রাফি করা হয়েছে। মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন তুরঙ্গমীর শিল্পীরা।

শ্রাবণকে ঘিরে এমন একটি কোরিওগ্রাফি তৈরি নিয়ে পূজা সেনগুপ্ত বলেন, ‘আমরা এই নামটি নজরুলের গান থেকেই নিয়েছি। তিনি বনকে মানবীর আদলে দেখার চেষ্টা করেছেন। ওই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদের মূল কনসেপ্ট হলো, ধরায় প্রথম যখন বৃষ্টি নামে, তখন সবকিছু কিন্তু নতুন করে প্রাণ ফিরে পায়। এটাকেই কোরিওগ্রাফিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ চ্যানেল আইয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।