Thank you for trying Sticky AMP!!

বাসেই নাটকের অর্ধেক গল্প

‘অথবা একটি উড়োজাহাজের গল্প’ নাটকের গল্পটা শুরু হয় একটি বাস ভ্রমণে

নাটকের গল্পটি ব্যতিক্রম। শুরু হয় একটি বাস ভ্রমণের ভেতর। গল্পের অর্ধেকটা সেই ভ্রমণেই। অথচ নাট্যকার নাটকটির নাম দিয়েছেন ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’। 

কেন এই নাম? সেই প্রশ্নের উত্তরে নাটকের রচয়িতা আবদুল্লাহ মাহফুজ বলেন, এখানেই তো গল্পের মজা। প্রত্যেক মানুষের ভেতর কিছু একান্ত ব্যক্তিগত দুঃখ থাকে। সেই দুঃখ ওড়ানোর গল্পই হলো অথবা একটি উড়োজাহাজের গল্প।

টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। ঢাকা ও ময়মনসিংহে শেষ হয়েছে এর শুটিং। এতে প্রধান চরিত্রে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও মৌসুমী হামিদ। আরও অভিনয় করেছেন রিফাত চৌধুরী, আনন্দ খালেদ প্রমুখ।

অথবা একটি উড়োজাহাজের গল্প নাটকের একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও মৌসুমী হামিদ

পরিচালক মাহমুদ নিয়াজ বলেন, ‘আমরা গল্পটিকেই প্রাধান্য দিয়েছি। আমরা মূলত একটি ভ্রমণের গল্প বলেছি। এই নাটকে বাসের ভেতরে যে ভ্রমণকে আমরা দেখতে পাব, ওই ভ্রমণটি আসলে আমাদের জীবনেরই একটা প্রতীক। পুরো গল্প একই সঙ্গে আনন্দ ও কষ্টকে নিয়ে এগিয়েছে। মানে একসঙ্গে দর্শক যেমন মজা পাবেন, অন্যদিকে এর ভেতরের বেদনাও উপলব্ধি করবেন। আমরা চেষ্টা করেছি গল্পটি তুলে ধরার। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

নাটকটি প্রচারিত হবে আগামী শনিবার।

অথবা একটি উড়োজাহাজের গল্প নাটকটি প্রচারিত হবে আগামী শনিবার, রাত ৯টায় এটিএন বাংলায়।