Thank you for trying Sticky AMP!!

বিটিএস কনসার্ট থেকে 'রঙের বাজার'-এ মমতাজ

মমতাজ

ইতিহাস গড়ল জনপ্রিয় কোরিয়ার ব্যান্ড বিটিএস। এই প্রথমবারের মতো কোরিয়ার কোনো ব্যান্ড হিসেবে লন্ডনের বিখ্যাত উইম্বলে স্টেডিয়ামে তারা গান পরিবেশন করল। ইতিহাস কিন্তু বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজও গড়তে যাচ্ছেন। টানা আট বছরের রীতি অনুযায়ী এবারও নবমবারের মতো চাঁদরাতে বাংলাভিশনের সরাসরি একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন মমতাজ। এই ধারা অব্যাহত রাখার জন্য লন্ডন থেকে তড়িঘড়ি করে উড়ে এলেন তিনি।

এবারের অনুষ্ঠানের নাম ‘রঙের বাজার’। চাঁদরাতে ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে এটি। প্রতি ঈদের আগের রাতেই মমতাজ বাংলাভিশনের এই সরাসরি সংগীতানুষ্ঠানে অংশ নেন। এবারও সেই নিয়মে গতকাল সোমবার লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। ছোট মেয়ে রোজকে নিয়ে লন্ডনের উইম্বলে স্টেডিয়ামে বিশ্বখ্যাত কোরীয় ব্যান্ড বিটিএসের কনসার্ট দেখেন তিনি। মেয়ের সঙ্গে কনসার্ট দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফেসবুকে লেখেন, ‘সংগীতের কোনো ভাষা নেই, এটাই চির সত্য। আমার ছোট মেয়ে রোজ। তাঁর পছন্দের ব্যান্ড বিটিএস। বায়না ধরেছিল কনসার্ট দেখবে বলে। তাই আসতে হলো উইম্বলে স্টেডিয়ামে। লক্ষাধিক দর্শক। ভীষণ আনন্দ করলাম।’

এদিকে চাঁদরাতের অনুষ্ঠান ‘রঙের বাজার’-এ প্রতিবারের মতো এবারও জনপ্রিয় কিছু গান গেয়ে শোনাবেন মমতাজ। এই আয়োজন নিয়ে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গত ৮ বছর বাংলাভিশনে ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগের রাতে মমতাজের সংগীতানুষ্ঠান রীতিতে পরিণত হয়েছে। অনুষ্ঠানটি অনেক জনপ্রিয়। এবারের অনুষ্ঠানেও দর্শক আগের মতো স্বাদ পাবেন। এবারের অনুষ্ঠানের নাম রেখেছি তাঁর একটি অ্যালবামের নামে।’

‘রঙের বাজার’-এ দর্শক ফোন করে মমতাজকে গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা–অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাওনাইন সৌরভ।