Thank you for trying Sticky AMP!!

'পেছনে ট্রাক না থাকলে তো ওপর দিয়েই চলে যেত'

পুবাইলে ঈদের নাটকের শুটিংয়ে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অভিনয়শিল্পী শাহনাজ খুশির গাড়ি। ছবি:ফেসবুক থেকে

‘সারা রাত ঘুমাতে পারিনি। ঘুমের ওষুধ খেতে হয়েছে। তার পরও কিছুক্ষণ পরপর আঁতকে উঠেছি। সেই দুর্ঘটনা দৃশ্য আমার মাথা থেকে কোনোভাবে যাচ্ছে না।’ বলছিলেন শাহনাজ খুশি। গতকাল শুক্রবার সকালে পুবাইলে ঈদের নাটকের শুটিংয়ে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অভিনয়শিল্পী শাহনাজ খুশির গাড়ি। কার্গোর ধাক্কায় গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় শাহনাজ খুশির। গাড়ি দুর্ঘটনার কথা বলতে গিয়েও কাঁদছিলেন। স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। ঈদুল আজহায় সাগর জাহানের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে পুবাইল যাচ্ছিলেন শাহনাজ খুশি। এই নাটকের মধ্য দিয়ে চার মাস পর অভিনয়ে ফেরেন তিনি। ‘নসু ভিলেন’ সিরিজের এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ ও তানজিকা আমিন। বৃহস্পতিবার এই ধারাবাহিকের শুটিং শুরু হয়। দ্বিতীয় দিন শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন শাহনাজ খুশি।

অভিনয়শিল্পী শাহনাজ খুশি। ছবি: ফেসবুক থেকে

দুর্ঘটনার সময়ের কথা উল্লেখ করে শাহনাজ খুশি বললেন, ‘'উল্টো দিক থেকে কার্গো আসতে দেখে আমার ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমার গাড়ির পেছনে একটি ট্রাক ছিল। পুবাইল যাওয়ার পথে মাজুখান বাজারে আমার গাড়িতে ধাক্কা দেয়। যেভাবে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে, পেছনে ট্রাক না থাকলে তো ওপর দিয়েই চলে যেত মনে হয়।’

পরিবারের সদস্যদের সঙ্গে অভিনয়শিল্পী শাহনাজ খুশি। ছবি: ফেসবুক থেকে

শাহনাজ খুশি আরও বললেন, ‘কার্গোর ধাক্কায় ড্রাইভার বাম সাইডের সিটে সিটকে পড়েছে। আমি তো পেছনে ছিলাম। তিন সিটের একটা সিট স্কুইজ করে ভেতরে ঢুকে গেছে। একা না থাকলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত। একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’