Thank you for trying Sticky AMP!!

সালাউদ্দিন লাভলু হাসপাতালে

সালাউদ্দিন লাভলু। ফাইল ছবি

অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার ও ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, দুই-তিন দিন ধরে সালাউদ্দিন লাভলুর জ্বর ছিল। শনিবার জ্বর আরও বেড়ে যায়। এরপর ল্যাবএইড হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তাঁর রক্তের প্লাটিলেট কমে গেছে। পরে রোববার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘চিকিৎসক আমাদের জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই।’

প্রসঙ্গত, অনেক জনপ্রিয় নাটকের স্রষ্টা সালাউদ্দিন লাভলু। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘গরুচোর’, ‘ঢোলের বাদ্য’, ‘আলতা সুন্দরী’, ‘ডাক্তার’, ‘ঘর কুটুম’ ও ‘সাকিন সারিসুরি’।