Thank you for trying Sticky AMP!!

সেই তাসলিমাই ‘শাহানা’

সেই তাসলিমাই এবার টেলিভিশনের পর্দায় ফিরছেন ‘শাহানা’ হয়ে

২০১৯ সালের সেই তাসলিমা বেগম ওরফে রেনুর কথা মনে আছে? মেয়েকে স্কুলে ভর্তি করাতে উত্তর-পূর্ব বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন তিনি। সে সময় ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তাঁকে। সেই তাসলিমাই এবার টেলিভিশনের পর্দায় ফিরছেন ‘শাহানা’ হয়ে।

‘শাহানা’ চরিত্রে অভিনয় করেছেন সুমনা সোমা

কেন এই গল্পটিকে নাটক হিসেবে দর্শকদের সামনে আনছেন পরিচালক মাহমুদ দিদার? তিনি বলেন, ‘রেনুর সেই ঘটনা প্রতিটা মানুষকেই তাড়িত করেছে, মনে ক্ষত তৈরি করেছে। তিন বছর ধরে সমাজের মর্মান্তিক এই গল্পটা দর্শকদের দেখাতে চাইছিলাম। কারণ, এই ধরনের সন্দেহ সমাজকে অন্যায়ের দিকে ধাবিত করে। গল্পটি দিয়ে দর্শকদের মাঝে একটি মানবিক আবেদন তৈরি করতে চেয়েছি। এমন নির্দয় সমাজ আমরা চাই না।’

নাটকের মিজান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান

নাটকের গল্পে মিজান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। এই অভিনেতা বললেন, ‘ঘটনাটি অমানবিক। আমাদের সমাজের নানা ঘটনার মধ্যে এটি ছিল গা শিউরে ওঠার মতো ঘটনা। অন্যায়ভাবে একটা মানুষকে এভাবে মেরে ফেলা বিকৃত রুচির কাজ। কেউ অপরাধ করলে সেটার বিচার করার লোক আছে। ঝোঁকের বশে কাউকে আঘাত করা উচিত নয়। অমানবিক সেই ঘটনাটাই নতুনভাবে পর্দায় দেখানো হবে। মানুষের বিবেকের কাছে অনেক প্রশ্ন তৈরি করবে নাটকটি।’

‘শাহানা’ নাটকে আরও অভিনয় করেছেন, আরমান পারভেজ

‘শাহানা’ নাটকে আরও অভিনয় করেছেন, আরমান পারভেজ, সুমনা সোমা, গুরুত্বপূর্ণ শিশু চরিত্রে অভিনয় করেছেন হাসি। পরিচালক মাহমুদ দিদার বলেন, মাদকাসক্ত স্বামী তাঁর স্ত্রী ও মেয়েকে রেখে পালিয়ে যায়। শুরু হয় সন্তানকে নিয়ে একজন মায়ের বেঁচে থাকার সংগ্রাম। এমন পরিস্থিতিতে শাহানার জীবনে দুসময় হয়ে আসে স্কুলের ঘটনাটি। নাটকটি শিগগির চ্যানেল আইতে দেখানো হবে।