Thank you for trying Sticky AMP!!

'আপনারা বইমেলায় মেলায় আসুন'

‘বইমেলা প্রতিদিন’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা

‘বইমেলা নিয়ে বারবার যে কথাটি ফিরে আসে, এই মেলা থেকে আমরা কী পাই? লেখক, প্রকাশক থেকে শুরু করে বাংলাদেশের মানুষ ১১ মাস অপেক্ষা করে একটি মেলার জন্য, তা থেকে আসলেই আমরা কী পাই? আমি অন্তত এটুকু বলতে চাই, চেতনা পাই।’ বললেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা’। এই আয়োজন নিয়ে মেলা থেকে চ্যানেল আইয়ে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠান ‘বইমেলা প্রতিদিন’। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এবার অমর একুশে গ্রন্থমেলায় কী কী পরিবর্তন চোখে পড়বে? কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘মেলার পরিসর বাড়ানোসহ বাহ্যিক কিছু পরিবর্তন দেখবেন দর্শনার্থীরা। কড়া নিরাপত্তাসহ মেলায় বিদ্বেষপূর্ণ কোনো বই প্রকাশ পেলে সেটাও প্রতিহত করা হবে।’ বইমেলার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘আমি বাঙালি, বাংলাদেশের নাগরিক। আমি বাংলাদেশের একটি বইমেলায় এসেছি, যে বইমেলার সঙ্গে আমার মন, মনন, বাঙালির চেতনা জড়িত। একটি শিশু, একজন তরুণ ও বৃদ্ধকে নিয়ে যদি আপনারা আনন্দে ফিরতে পারেন, সেটাই হবে আমার বড় আনন্দ। আপনাদের সবার শুভেচ্ছা চাই। আপনারা মেলায় আসুন, আমার জন্য, বাংলা একাডেমির জন্য শুদ্ধ সমালোচনা করুন, যে সমালোচনা আগামী মেলা আরও সুন্দর করে করার অনুপ্রেরণা জোগাবে।’

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’। প্রতি বছরের মতো এবারও ‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংক। এ ছাড়া এবারও মেলাপ্রাঙ্গণ থেকে বের হবে ট্যাবলয়েড পত্রিকা ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, শিশুসাহিত্যিক আলী ইমাম, চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ও সাহিত্যিক আমীরুল ইসলামসহ অনেকে।

‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠান নিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ যেমন আমাদের, বাংলা বর্ণমালাকে পৃথিবীর বুকে নতুন করে উপস্থাপন করেছেন, আমাদের ভাষা শহীদেরা রক্ত দিয়ে পৃথিবীতে দৃষ্টান্ত রেখে গেছেন, ত্রিশ লাখ লোক জীবন দিয়ে আমাদের পতাকা এনে দিয়েছেন—এর সম্মান, মর্যাদা রক্ষার দায়িত্ব আমার, আমাদের। আমরা অনেক কিছু ভুলে যাই, বই আমাদের মনে করিয়ে দেয়, ভুলে যাওয়ার সুযোগ নেই, ভুলবে না, ভোলা সম্ভব না।’