Thank you for trying Sticky AMP!!

রিঙ্কি চাকমা। ইনস্টাগ্রাম থেকে

মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’

বয়স হয়েছিল মোটে ২৮। এ বয়সেই না-ফেরার দেশে চলে গেলেন সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ২০২২ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা চলছিল।

Also Read: সড়ক দুর্ঘটনায় নায়িকা আঁচল নন, গায়িকা আঁচল মারা গেছেন

ফেমিনা বিউটি প্যাগেন্ট তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছে। রিঙ্কি চাকমার ছবি শেয়ার করে তারা লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ফেমিনা মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০১৭-রিঙ্কি চাকমা মারা গেছেন। রিঙ্কি এমন একটি শক্তি ছিলেন, যাঁর কাজের প্রতি উৎসাহ ছিল প্রবল। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।’

২০২২ সালে প্রথমবারের স্তন ক্যানসার ধরা পড়ে রিঙ্কি চাকমার। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তু তাতেও থামানো যায়নি বিপদ।

রিঙ্কি চাকমা। ইনস্টাগ্রাম থেকে

ক্যানসার ছড়িয়ে পড়ে তাঁর ফুসফুসে। পরবর্তী সময়ে মস্তিষ্কেও থাবা বসায় এই রোগ। ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার। শেষ দিকে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। তাঁর একটি ফুসফুস কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল।

ক্যানসার চিকিৎসার এই বিপুল খরচ আর বইতে পরেছিলেন না সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আর্থিক সাহায্য প্রার্থনা করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ খেতাব জেতেন রিঙ্কি চাকমা। সে বছর মানুষি ছিল্লার মিস ইন্ডিয়া হয়েছিলেন। পরবর্তী সময়ে মানুষি মিস ওয়ার্ল্ড খেতাবও জয় করেন।