Thank you for trying Sticky AMP!!

গাধার চিঠি ছাগলের কাছে

আজব সমাধান

হাবু: জানিস, আমার এক প্রতিবেশীর বিড়ালের বাচ্চাটা হারিয়ে গেছে।

বিলু: তারপর?

হাবু: আমি একটা ভালো বুদ্ধি দিলাম, আর ওরা তেড়ে আমাকে মারতে এল!

বিলু: কী বুদ্ধি দিয়েছিলি?

হাবু: বললাম, গুগলে সার্চ দাও। খুঁজে পেলে ডাউনলোড করে নিয়ো।

এখনো হয়নি, তবে হবে...

দুপুরের খাবার খেতে অফিস থেকে বেরিয়েছিল জিতু। দশ মিনিট দেরি করে ডেস্কে বসতে দেখে জিতুকে ডেকে পাঠালেন বস। বললেন, ‘অফিসে তোমার আরও ১০ মিনিট আগে আসা উচিত ছিল।’ জিতু চোখ কচলাতে কচলাতে বলল, ‘কেন, স্যার? ১০ মিনিট আগে কিছু হয়েছিল নাকি?’

গাধার চিঠি ছাগলের কাছে

এই ডিজিটাল যুগে হলের বড় ভাইয়ের কাছে একটা চিঠি এল। পৌঁছে দিতে গেলাম তাঁর কাছে। রুমে গিয়ে বললাম, ‘ভাই, চিঠি।’

বড় ভাইয়ের ঘুম ভেঙে গেল। রেগেমেগে জিজ্ঞেস করলেন, ‘কোন ছাগলের চিঠি?’

আমি: ভাই, আপনার।

বড় ভাই: কোন গাধা লিখেছে?

আমি: ভাই, আপনার বাবা লিখেছেন মনে হয়।

নৈশপ্রহরীর যোগ্যতা

বিশাল গরুর খামারে নতুন নৈশপ্রহরী নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা চলছে। খামারের মালিক বলল, ‘এখানে চোরের উপদ্রব নেই, তবে গরুগুলোকে কন্ট্রোল করাই কঠিন! এদের অনেকেই খামার থেকে পালাতে চায়। তুমি ওদের কন্ট্রোল করতে পারবে তো?’

চাকরিপ্রার্থী জবাব দিল, ‘পারব না মানে, অবশ্যই পারব, বেশি তেড়িবেড়ি করলে খামার থেকেই বের করে দেব।’