Thank you for trying Sticky AMP!!

টাকার বদলে প্রাণ দিতেও ভাবছিলেন যিনি

হিসাবি জন রকফেলার

জন ডেভিড রকফেলার

মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী জন ডেভিড রকফেলারের ব্যক্তিগত জীবন ছিল খুব সাদাসিধে। কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেছিলেন বলে অযথা অপব্যায়ে তাঁর মন সায় দিত না। একবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে একটি হোটেলের সবচেয়ে কম দামি কক্ষটি নিজের জন্য ভাড়া করলেন তিনি। হোটেলের ম্যানেজার একদিন বলে বসলেন, ‘স্যার, আপনার ছেলে যখন এই হেটেলে আসেন, তখন সবচেয়ে দামি কক্ষটি ভাড়া নেন। অথচ আপনি সবচেয়ে কম দামি কক্ষটি ভাড়া নিলেন কেন?’

রকফেলার জবাব দিলেন, ‘কারণ, আমার ছেলের বাবা পয়সাওয়ালা লোক। কিন্তু আমার বাবা ছিলেন নিতান্তই গরিব।’

কঞ্জুস জ্যাক বেনি

জ্যাক বেনি

মার্কিন কমেডিয়ান জ্যাক বেনি ভাব দেখাতেন, তাঁর মতো কঞ্জুস পৃথিবীতে কেউ নেই। তাঁর এক রেডিও শো ছিল। সেই শোতে সবাই একদিন শুনতে পেল, জ্যাক বেনিকে এক ডাকাত এসে বলছে, হয় তোমার টাকা দাও, নয় তোমার প্রাণ।

কোনো উত্তর নেই। চারদিক নিস্তব্ধ।

শুনছ না! খানিক বাদে ডাকাত আবার হুংকার দিয়ে বলল, হয় তোমার টাকা দাও, নয় প্রাণ হারানোর জন্য প্রস্তুত হও।

জ্যাক বেনি বললেন, ‘আমি ভাবছি, একটু ভাবছি!’