Thank you for trying Sticky AMP!!

দেশে নতুন প্রজাতির রং বদলানো জলচর প্রাণী আবিষ্কার

রং বদলানো প্রাণীর প্রসঙ্গ এলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে গিরগিটির নাম। কেউ কেউ অক্টোপাসের কথাও বলতে পারেন। তবে এটা জানেন নিশ্চয়ই, বিচিত্র এই পৃথিবীর অনেক প্রাণীই শরীরের রং বদলায়। কেন বদলায়? এ প্রশ্নের উত্তরও হয়তো আমরা সবাই জানি—প্রয়োজনে। এদের মধ্যে শখ করে শরীরের রং বদলায় না কেউই। প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে, শিকারের চোখে ধুলো দিতে এবং আত্মরক্ষার্থেই এত কেরামতি। তবে দুনিয়ার এই রং বদলানো প্রাণীগুলোর মধ্যে দেশি কোনো প্রাণী ছিল না বলেই জানতাম আমরা। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রকৃতিও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তার প্রমাণ হলো, সম্প্রতি দেশে একটি নতুন প্রজাতির রং বদলানো জলচর প্রাণী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাণীটির নাম এসকেএল-৩। আসুন, পৃথিবীর অন্য সব রং বদলানো প্রাণীর সঙ্গে আমাদের একান্ত নিজস্ব প্রাণীটির সঙ্গেও পরিচিত হওয়া যাক...

১১. গিরগিটি

১০. গোল্ডেন টরটয়েজ বিটল

৯. মিমিক অক্টোপাস

৮. প্যাসিফিক ট্রি ফ্রগ

৭. সি হর্স

৬. ফ্লাউন্ডার

৫. কাটল ফিশ

৪. ক্র্যাব স্পাইডার

৩. স্কুইড

২. সায়ানিয়া অক্টোপাস

১. এসকেএল-৩

Also Read: রং বদলে আটক ঠেকাতে চেয়েছিল সাংসদের কার্গোটি