Thank you for trying Sticky AMP!!

মাকড়সা কেন নিজের জালে আটকে যায় না

১.

দুই কারণে মাকড়সা পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। প্রথমত, এদের পায়ের সংখ্যা আটটি এবং দ্বিতীয়ত, দেহ দুই ভাগে বিভক্ত।

২.

বেশির ভাগ মাকড়সার চোখের সংখ্যা ছয় বা আট। অধিকাংশ মাকড়সার হুল আছে এবং এই হুল দিয়ে বিষাক্ত রাসায়নিক বের হয়।

৩.

মাকড়সার জাল বোনার গ্ল্যান্ড বা গ্রন্থি তার উদরের শেষ মাথায় অবস্থিত। মাকড়সা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যাবেলা জাল বোনে। অবশ্য সব মাকড়সাই জাল বোনে না।

৪.

বিশ্বে প্রায় ৩০ হাজার প্রজাতির মাকড়সা আছে। একটি মাকড়সা গড়পড়তা এক বছরের মতো বাঁচে। পুরুষ মাকড়সা মেয়ে মাকড়সার চেয়ে আকারে ছোট হয়।

৫.

মাকড়সা অনেক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফেলে, তাই আমাদের জমি এবং বাগান কীটপতঙ্গমুক্ত থাকে। একটি মাকড়সা বছরে এক মিলিয়নেরও বেশি কীটপতঙ্গ সাবাড় করে।

৬.

বেশির ভাগ মাকড়সাই ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। ফলে এটি আশপাশের রাস্তা খুঁজে পেতে কিংবা অন্য প্রাণীর উপস্থিতি টের পেতে এদের শরীরের লোম এবং অন্যান্য ইন্দ্রিয় ব্যবহার করে।

৭.

মাকড়সা তার ছোট লোমে আবৃত পা দিয়ে নিজের বোনা জালে চলাফেরা করে। এ ছাড়া মাকড়সার শরীর থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। যে কারণে এটি জালে আটকে যায় না।

৮.

মানুষের মাকড়সাভীতির নাম অ্যারাকনোফোবিয়া।