Thank you for trying Sticky AMP!!

মাকড়সা যেভাবে হুমায়ূন আহমেদকে দিয়ে উপন্যাস লিখিয়ে নিয়েছিল

আমি যখন আরও ছোট, তখন একটা গল্প পড়েছিলাম রবার্ট ব্রুসকে নিয়ে। স্কটল্যান্ডের যোদ্ধা রাজা রবার্ট ব্রুস শত্রুর কাছে বারবার পরাজিত হচ্ছিলেন। শেষে রাজ্যের আশা ছেড়ে দিয়ে লুকিয়ে ছিলেন এক পাহাড়ের গুহায়। এমন সময় দেখলেন, একটা মাকড়সা জাল ধরে বারবার গুহার মুখ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু পারছে না।

একবার, দুবার, তিনবার… শেষমেশ সপ্তমবারে গিয়ে মাকড়সাটা ঠিকই উঠে গেল। দৃশ্যটা দেখে রবার্ট ব্রুস গা ঝাড়া দিয়ে উঠলেন। ভাবলেন, ছয়বার পারিনি তো কী হয়েছে, আরও একবার চেষ্টা করে দেখি। সপ্তমবারের চেষ্টায় সত্যিই তিনি জয় লাভ করে আবার রাজ্য ফিরে পেলেন।

মাকড়সা নিয়ে আরেকটা গল্প পড়েছিলাম। হুমায়ূন আহমেদের তারা তিনজন নামে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি আছে। বইটি লেখার আগে তিনি স্টিমারে করে বরিশাল যাচ্ছিলেন। সুন্দর কেবিন, বেশ ভালো ব্যবস্থা। রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখেন, কেবিনে তিনি একা নন, বিশাল এক মাকড়সাও আছে!

হুমায়ূন আহমেদ ছুটে কেবিন থেকে বের হয়ে গেলেন। নিরীহ মাকড়সাকে তিনি অসম্ভব ভয় পেতেন। সে রাতে লেখক আর কেবিনে ফিরে যাননি। রাত কাটিয়ে দিয়েছিলেন ডেকে হাঁটাহাঁটি করে। আর তখনই মাথায় এসেছিল ওই উপন্যাসের আইডিয়া!

তাই বলি, মাকড়সা থেকে যদি ভালো কিছু হয়, তাহলে মাকড়সাই ভালো!

Also Read: মাকড়সা কেন নিজের জালে আটকে যায় না