Thank you for trying Sticky AMP!!

যে কারণে পেট্রলপাম্পের কাছে ধূমপান নিষিদ্ধ

পেট্রলে খুব সহজে আগুন ধরে যায়, সে জন্য পেট্রলপাম্পের ভেতর সিগারেট খাওয়া নিষেধ। যেকোনো সময় হাতের সিগারেট মাটিতে পড়তে পারে এবং সেখানে ছিটেফোঁটা পেট্রল থাকলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়বে। বিপদটা সেখানেই। কিন্তু প্রশ্ন হলো, এই বিপদ কি খুব বেশি? আর সিগারেটের আগুন কি এতই বেশি তপ্ত যে চট করে আগুন ধরে যাবে?

সিগারেটের জ্বলন্ত অগ্রভাগের তাপমাত্রা সম্পর্কে ধারণা থাকলে এ ব্যাপারটা আমরা সহজে বুঝতে পারব। সিগারেটের প্রজ্বলিত অংশের চারপাশের তাপমাত্রা থাকে প্রায় ৪০০ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝখানের অংশের তাপমাত্রা প্রায় ৫৮০ ডিগ্রি সেলসিয়াস। সিগারেট টানার সময় তাপমাত্রা ৭০০ ডিগ্রি পর্যন্ত ওঠে। অন্যদিকে পেট্রলজাতীয় দ্রব্যের স্বয়ংক্রিয় প্রজ্বলন তাপমাত্রা হলো ২৬০ থেকে ৪৬০ ডিগ্রি সেলসিয়াস। পেট্রল যদি পাকা মেঝেতে ছড়ানো থাকে, তাহলে আরও কম তাপমাত্রার কোনো তপ্ত বস্তুর সংস্পর্শে এলে জ্বলে উঠতে পারে। এমনকি গ্রীষ্মের খুব তপ্ত দুপুরে যদি তপ্ত পাকা রাস্তায় পেট্রল ছড়িয়ে পড়ে, তাহলে কোনো কিছু ছাড়াই আগুন জ্বলে উঠতে পারে। অতএব পেট্রল এত দাহ্য বলেই পেট্রলপাম্পের ভেতর ধূমপান করতে নেই।