Thank you for trying Sticky AMP!!

হৃদয়জয়ীদের ‘হার্ট’–বচন

আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বিখ্যাত ব্যক্তিরা এই ‘হার্ট’ নিয়ে কী বলেন? পড়েই দেখুন...

আমি আমার কাজে হৃদয়, প্রাণ—সব সঁপে দিয়েছি, আর এর মধ্যে হারিয়ে ফেলেছি আমার মন।
ভিনসেন্ট ভ্যান গঘ, ওলন্দাজ চিত্রশিল্পী (১৮৩৫–১৮৯০)
যখন তুমি ভালোবাসার খোঁজে নামো, মগজ দিয়ে নয়, হৃদয় দিয়ে বাজি ধরো।
মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক (১৮৩৫–১৯১০)
হৃদয় তৈরিই হয়েছিল ভাঙার জন্য।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি (১৮৫৪–১৯০০)
প্রার্থনা কোনো চাওয়া নয়। এ হলো প্রাণের আকাঙ্ক্ষা। প্রতিদিন নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া। প্রার্থনায় হৃদয়হীন শব্দের চেয়ে শব্দহীন হৃদয় থাকা উত্তম।
মহাত্মা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ (১৮৬৯–১৯৪৮)
পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না, এমনকি ছোঁয়াও যায় না। হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
হেলেন কেলার, মার্কিন সাহিত্যিক (১৮৮০–১৯৬৮)
হৃদয় যখন বলতে শুরু করে, মগজ তখন বাধা দেওয়ার ধৃষ্টতা দেখায় না।
মিলান কুন্ডেরা, চেক সাহিত্যিক (জন্ম: ১৯২৯)
আপনার সময় সীমিত, অতএব অন্যের জীবন যাপন করে সময় নষ্ট করবেন না। লোকে কী ভাবছে—এই ভাবনার ফাঁদে পড়বেন না। অন্যের মতবাদের কোলাহলে যেন আপনার ভেতরের আওয়াজটা ঢাকা পড়ে না যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয় ও অন্তর্দৃষ্টিকে অনুসরণের সাহস রাখুন।
স্টিভ জবস, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা (১৯৫৫–২০১১)
হৃদয় যা বলে, শুধু তা–ই করুন।
ডায়ানা, মানবসেবী (১৯৬১–১৯৯৭)