Thank you for trying Sticky AMP!!

অক্সফোর্ড ছেড়ে হলিউডে

কেট বেকিনসেল


দ্য এভিয়েটর ও পার্ল হার্বার সিনেমার তারকা কেট বেকিনসেল। তাঁর অভিনীত আন্ডারওয়ার্ল্ড চলচ্চিত্রের একেকটি পর্বও তুমুল আলোচিত। মাত্র চার বছর বয়সে প্রথম টেলিভিশন দুনিয়ায় পা রাখেন তিনি। পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে জীবনের ছন্দপতন ঘটে। শৈশবের বেশ কিছু সময় কেটেছে পত্রিকার হকারি করে। সকালে পত্রিকা বিক্রি শেষে দুপুরে কেট পড়াশোনা করতেন বাড়ির পাশেরই এক স্কুলে। সেই স্কুলের নাট্যদলের মহড়ায়ও সময় দিতেন তিনি। সে সময় স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় দুবার ফিকশন ও কবিতা বিভাগে সেরা লেখিকার পুরস্কার পেয়েছিলেন। বয়স যখন ১৫, তখন অ্যানোরেক্সি নামে এক কঠিন মনোরোগে আক্রান্ত হন কেট।

নানা ঝক্কি-ঝামেলার মধ্যে অবশেষে স্কুলের গণ্ডি পার হয়ে কেট বেকিনসেল ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নিউ কলেজে। পড়ার বিষয় ফরাসি ও রুশ সাহিত্য। সে সময় ড্রামাটিক সোসাইটির সদস্যও ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই চলচ্চিত্রের দুনিয়ায় ডাক পড়ে তাঁর। পড়াশোনার পাশাপাশি চলছিল অভিনয়। কিন্তু একটা সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে বিদায় জানিয়ে লন্ডন আর প্যারিসের সিনেমাপাড়ায় সময় দেওয়া শুরু করেন তিনি। এরপর জেন অস্টিনের এমা উপন্যাসকে কেন্দ্র করে তৈরি হওয়া এক টিভি সিরিজে অভিনয় করে জয় করে নেন দর্শকের হৃদয়। হলিউডে তাঁর জায়গাটা পাকাপোক্ত হতে আর খুব বেশি সময় লাগেনি।