Thank you for trying Sticky AMP!!

অ ন্য দি গ ন্ত

ইয়াসির কামালের উপন্যাস

৯০ বছর বয়সী তুর্কি লেখক ইয়াসির কামালের নাম আড়ালে পড়ে গেছে অরহান পামুকের নোবেলখ্যাতির কারণে। মূলত দক্ষিণ তুরস্কের চুকুরোভা অঞ্চলের সাধারণ মানুষের জীবনগাথা বয়ান করেছেন কামাল তাঁর বিভিন্ন উপন্যাসে। এ সপ্তাহে তুরস্কে বেরিয়েছে কামালের উপন্যাস তেক কানাতলে বির কুশ (ওয়ান উইংগড্ বার্ড)। জানিয়েছে ইয়াপে ক্রেদি প্রকাশনালয়। সূত্র: টুডেস জামান

সিনেমায় আতিক রাহিমি

কাবুলে জন্মগ্রহণকারী আফগানি লেখক ও চলচ্চিত্রকার আতিক রাহিমি (জ. ১৯৬২) বহুদিন ধরে প্যারিসে বসবাস করছেন। নিজের উপন্যাস পেশেন্স স্টোন-এর কাহিনি অবলম্বনে সম্প্রতি নির্মাণ করেছেন একটি সিনেমা। একই নামের ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত ফরাসি চিত্রনাট্যকার জঁ ক্লদ কারিয়ের। সূত্র: ল্য মঁদ

l রফিক-উম-মুনীর চৌধুরী