Thank you for trying Sticky AMP!!

আইইউটিতে মেক্সিলারেশন ২০১৭

মেক্সিলারেশনে প্রদর্শিত হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প

কয়েক বছর ধরে ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলোজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমসিই) বিভাগ আয়োজন করছে মেক্সিলারেশন। শিক্ষার্থীদের জন্য এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, উৎসবও। ৬ অক্টোবর আইইউটির ক্যাম্পাসে চতুর্থবারের মতো বসেছিল মেক্সিলারেশনের আসর।
পুরো অনুষ্ঠানে প্রতিযোগিতা ছিল মোট নয়টি। প্রকৌশলের শিক্ষার্থীরা আয়োজন করলেও প্রতিযোগিতায় কেবল বিজ্ঞান নয়, গুরুত্ব পেয়েছে আরও নানা বিষয়। পোস্টার উপস্থাপন কিংবা বিজনেস কেস স্টাডিও এই আয়োজনের অংশ। আয়োজকেরা জানালেন, তাঁদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার জন্য আমাদের দেশের শিক্ষার্থীদের প্রস্তুত করা। পাশাপাশি তাঁরা চেয়েছেন, বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ভাবনার একটা যোগসূত্র স্থাপন করতে। রোবো রিয়োট, প্রজেক্ট শোকেসিং ছাড়াও ছিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয় ও ৮টি কলেজ উৎসবে অংশগ্রহণ করে।